বাংলা নিউজ > বায়োস্কোপ > Indrajeet Bose Marriage: বৈশাখ পড়তে না পড়তেই ফের বিয়ের সানাই টলিউডে! চুপিচুপি কার গলায় মালা দিলেন 'সাথী'র ইন্দ্রজিৎ?

Indrajeet Bose Marriage: বৈশাখ পড়তে না পড়তেই ফের বিয়ের সানাই টলিউডে! চুপিচুপি কার গলায় মালা দিলেন 'সাথী'র ইন্দ্রজিৎ?

চুপিচুপি কাকে বিয়ে করলেন ইন্দ্রজিৎ?

Indrajeet Bose Marriage: সাতপাকে বাঁধা পড়লেন ইন্দ্রজিৎ বসু! রাতুল রূপঞ্জনার পর এবার সাথী ধারাবাহিকের নায়ক বিয়ে করলেন। কিন্তু পাত্রী কে? কীই বা তাঁর পরিচয়?

বৈশাখ পড়তে না পড়তেই এই গা জ্বালানো গরমেও যেন বিয়ের হিড়িক পড়ে গিয়েছে। এই তো কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন রাতুল এবং রূপঞ্জনা। আর কদিন পরই গাঁটছড়া বাঁধবেন আদৃত এবং কৌশাম্বি। আর তার মধ্যেই জানা গেল আরও এক টেলি তারকা চুপিচুপি বিয়ে সেরে ফেলেছেন। সাতপাকে নাকি বাঁধা পড়েছেন ইন্দ্রজিৎ বসু। আর পাত্রীও আবার টলিউডের বিখ্যাত নায়িকা। কে বলুন তো?

আরও পড়ুন: 'মা কালীর নরকঙ্কালের মালায়...' জোজোর ছেলের গায়ের রং নিয়ে ট্রোল, খুদের হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা

আরও পড়ুন: লন্ডনে চাকুরিরতা, তবুও বাবাকে কোনও উপহার দেন না সানা! দুঃখ করে সৌরভ বললেন, 'ও আমায় কিছু কিনে দেয় না...'

বিয়ে করলেন ইন্দ্রজিৎ বসু

হ্যাঁ, খবরটা একেবারেই ঠিক। সত্যিই সাতপাক ঘুরলেন ইন্দ্রজিৎ বসু। টেলি দুনিয়ার হার্টথ্রব তিনি। কিন্তু কাকে বিয়ে করলেন? তাও কেন বা এত গোপনে? জানা গিয়েছে অভিনেতা বিয়ে করেছেন ঠিকই, তবে বাস্তবে না। পর্দায়। বর্তমানে তাঁকে সাথী ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানেই তাঁর সঙ্গে অ্যানমেরিটমের বিয়ে হয়েছে। অর্থাৎ ইভানের সঙ্গে মেঘলার বিয়ে হয়েছে। সান বাংলায় দেখা যাচ্ছে এই ধারাবাহিক। ফলে ইন্দ্রজিৎ মোটেই বাস্তবে বিয়ে করে এখনই তাঁর অগুনতি মহিলা ফ্যানদের মন ভাঙেনি।

আরও পড়ুন: সারেগামাপার অডিশনে গান না শুনে আড্ডা! অভিযোগ উঠতেই গৌরবের সাফাই, 'এটা প্রমাণিত হলে গান ছেড়ে দেব...'

আরও পড়ুন: 'বাহ দাদাকে তো বেশ দেখতে!' প্রতিযোগীর উপহার পেয়ে দাদাগিরিতে নিজেরই তারিফ করলেন সৌরভ! ব্যাপারটা কী?

কী দেখা যাচ্ছে এখন সাথী ধারাবাহিকে?

ইভানের সঙ্গে যেহেতু মৃত ওম সান্যালের চেহারার মিল আছে, সেহেতু মেঘলা ঠিক করে যে সে ইভানকে আবার সান্যাল বাড়িতে পাঠাবে ওম হিসেবে। অলকেশ বৃষ্টির সঙ্গে যে অন্যায় করেছিল সেটার প্রতিশোধ সে এভাবেই নিতে চায়। প্রথমে রাজি না হলেও পরে ইভান রাজি হয় সান্যাল বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়েই সে একটি মিথ্যে বলে বসে। জানায় তার আর মেঘলার নাকি বিয়ে হয়েছে। যদিও পুরোটাই মিথ্যে। এরপর সান্যাল বাড়িতে ইভানকে মেঘলাকে নিয়ে এসে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার আগে মেঘলার বধূবেশে প্রয়োজন। সে সব পরলেও তাড়াহুড়োয় সিঁদুর পড়তে ভুলে যায়। তখন ইভান সত্যি সত্যি ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। এরপর কী হয় সেটাই দেখার।

বায়োস্কোপ খবর

Latest News

১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.