হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তাঁরা শেখ শাহজানান গ্রেফতারিতে পুলিশকে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। চাইলে পুলিশ তাকে গ্রেফতার করতেই পারে। ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে। তারই মধ্যে তৃণমূল নেতা জামিনের আর্জির শুনানি পিছিয়ে গেল বারাসত আদালতে।
আইনজীবী কিশোর মণ্ডল ও অমল সাধুখার মৃত্যুর কারণে সোমবার বারাসত আদালতে 'পেন ডাউন' চলছে, সে কারণে মামলার শুনানি পিছিয়ে দেওয়া দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ।
এর আগে হাইকোর্টে একাধিকবার আগাম জামিনের আবেদন করেন শাহজাহান। আইনজীবী মারফত তিনি আদালতকে জানান, ইডির সামনে তিনি হাজির হতে রাজি, যদি ইডি তাঁকে গ্রেফতার না করে।
তাঁর বিরুদ্ধে ন্যাজোট থানায় ইডি অভিযোগও দায়ের করে। ইডি-র বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন শাহজহানও। মামলাটি কলকাতা হাইকোর্টে উঠলে তাঁর পক্ষ হতে চাণ 'নিখোঁজ' শাহজাহানও। পরে অবশ্য মামলা থেকে নিজের নাম তুলে নেন। তার পর তিনি বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন।
৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে শাহজাহান: কুণাল
শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশের কোনও বাধা নেই, প্রধান বিচারপতির এই নির্দেশের পরই শাহজাহানের বিরুদ্ধে একের পর এক এফআইআর করছে পুলিশ। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন, সাত দিনের মধ্যে গ্রেফতার হবেন শাহজাহান।
এক্স পোস্টে তিনি লিখেছেন, 'শেখ শাজাহানের গ্রেপ্তার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাজাহান গ্রেপ্তার হবে।'
বিস্তারিত পড়ুন। ৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে শাহজাহান, অভিষেকের হয়ে সওয়াল করে জানালেন কুণাল
আরও পড়ুন। বড় সভা নয় ৩ মার্চ সন্দেশখালিতে ব্রিগেডের প্রস্তুতি সভা করবে তৃণমল, নির্দেশ অভিষেকের