শক্তিগড়ে জাতীয় সড়কের পাশে গয়নার দোকানে ডাকাতির চেষ্টা। বাধা দিলে দোকানিকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতী। সুদীপ দাস নামে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বেলা ১১টা নাগাদ তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে জল্পনা জুয়েলার্স নামে ওই গয়নার দোকানের সামনে মোটরসাইকেলে আসে ২ যুবক। তাদের মধ্যে ১ জন দোকানের ভিতরে গয়না কিনতে ঢোকে। অন্যজন মোটরসাইকেল নিয়ে বাইরেই দাঁড়িয়ে ছিল। গয়না দেখতে দেখতেই পকেট থেকে বন্দুক বার করে ওই যুবক। দোকানি সুদীপ দাসের দিকে বন্দুক তাক করে লুঠপাট চালানোর চেষ্টা করে সে। সুদীপবাবু বাধা দিলে তাঁকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি চালায়। গুলি লাগে সুদীপবাবুর দেহে। আর্তনাদ করে লুটিয়ে পড়েন তিনি।
সুদীপবাবুর আর্তনাদ ও গুলির আওয়াজ শুনে ছুটে আসেন আসেপাশের দোকানিরা। বেগতিক বুঝে মোটরসাইকেলে করে চম্পট দেয় ২ দুষ্কৃতীরা। অন্যান্য দোকানিরাই গুলিবিদ্ধ সুদীপবাবুকে উদ্ধার করে জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানা পুলিশ। ঘটনার সরেজমিনে তল্লাশি শুরু করেছে তারা। কারা গুলি চালাল তা জানতে জাতীয় সড়কের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আহত সুদীপ দাসের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে অস্ত্রোপচার করা হবে জানিয়েছেন তাঁরা। এই ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।