প্রেমের টানে বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তরুণী। তবে ভারতে আসার পর প্রেমিকাকে পাশে পাননি ওই তরুণী। উলটে তাঁকে নেপালে পাচারের চেষ্টা করছিল তাঁর প্রেমিক। তবে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্ষা পেয়েছেন বাংলাদেশি ওই তরুণী। আপাতত অবৈধভাবে অনুপ্রবেশের কারণে জেল তিনি হেফাজতে রয়েছেন। বাংলাদেশি ওই তরুণীর নাম শাপলা আখতার। দিনকয়েক আগেই প্রেমিকের টানে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন পাক বধূ সীমা হায়দার। তবে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও পরে তিনি জামিন পেয়ে যান। ঠিক একইভাবেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় গ্রেফতার হলেন ওই তরুণী।
আরও পড়ুন: ফেসবুক প্রেমের টানে নৌকায় করে ভারতে বাংলাদেশি তরুণী, বিয়ের জন্য তৈরি জাল আধার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশাল মাধ্যমে শিলিগুড়ির এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল বাংলাদেশি তরুণীর। এরপরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তারপরেই প্রেম। শিলিগুড়ির যুবকের সঙ্গে সংসার করার স্বপ্ন চোখে নিয়েই সেই প্রেমের টানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই তরুণী। রাতের অন্ধকারে তিনি কাঁটাতার পেরিয়ে ভারতে পৌঁছেছিলেন। সেই সময় তরুণীকে বাগডোগরার কাছে একটি চা-বাগান লাগোয়া বাড়িতে নিয়ে যায় তাঁর প্রেমিক। সেখানে বেশ কয়েকদিন কাটানোর পরেই ওই তরুণী যুবকের আসল উদ্দেশ্য বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন, তাঁকে নেপালে পাচার করার পরিকল্পনা করছিল তার প্রেমিক। এরপরে তিনি কোনওভাবে সেখান থেকে পালিয়ে শিলিগুড়ি চলে আসেন।
শিলিগুড়ি আসার পর ওই তরুণী ভবঘুরের মতো স্টেশন চত্বরে ঘুরে বেড়াতে থাকেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার নজরে পড়েন ওই তরুণী। তারা শাপলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তিনি সংগঠনের সদস্যদের সমস্ত কিছু খুলে বলেন। সবকিছু শোনার পর স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ওই তরুণীকে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তরুণীকে অবৈধভাবে ভারতের প্রবেশের অপরাধে গ্রেফতার করে। তাঁকে আদালতে তোলা হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
শাপলার বয়ানের ভিত্তিতে পুলিশ তাঁর প্রেমিকের খোঁজে তদন্ত শুরু করেছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, এখন এই ঘটনার তদন্ত চলছে। তাই এখনও সবকিছু জানানো সম্ভব নয়। তবে শাপলার কাছে বৈধ নথিপত্র না থাকার কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন।