শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় স্কুলছাত্রী খুনের ঘটনায় পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ তুলে শহরে মিছিল করল বিজেপি। বিধানসভার অধিবেশনের ফাঁকে এদিন শহরে ফিরে মিছিলে যোগদান করেন স্থানীয় বিধায়ক শংকর ঘোষ। মিছিল থেকে রাজ্য পুলিশকে হিন্দুবিরোধী বলেন তিনি। মিছিলে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত ও দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা।
শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের ডাকে ছাত্রীহত্যায় গ্রেফতার অভিযুক্ত আব্বাসের ফাঁসির সাজার দাবিতে ১২ ঘণ্টার বনধ পালিত হয় শিলিগুড়ি জুড়ে। তার পরদিন একই দাবিতে শহরে মিছিল করল বিজেপি। মহানন্দা সেতু থেকে হাসমি চক পর্যন্ত মিছিলে হাঁটেন বিজেপি নেতা-কর্মীরা। এদিন মিছিলের একেবারে সামনে ব্যানারে লেখা ছিল ‘আমিও বাংলার মেয়ে, আমিও বাঁচতে চাই’। পাশে ছিল নাবালিকার রক্তাক্ত দেহের ছবি। মিছিল থেকে শংকরবাবু বলেন, ‘শিলিগুড়ি অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। ছাত্রী হত্যায় প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমাদের এই মিছিল।। আমরা দেখেছি, ঘটনা যত দূরে, প্রতিবাদ তত জোরে। মণিপুরে ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী ছুটে যান। আর শিলিগুড়িতে একজন হিন্দু গোর্খা নাবালিকাকে থেঁতলে খুন করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী এখানে আসেননি। শুধু তাই নয়, আমি বিধানসভায় এই ঘটনায় প্রতিবাদ জানাতে গেলে আমার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এই অপদার্থ হিন্দু বিরোধী প্রশাসনের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছে।’
বিজেপির দাবি, নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলেও তদন্তে ঢিলেমি করছে পুলিশ। ধৃতকে ছেড়ে দেওয়ার মতলবে রয়েছে তারা। এব্যাপারে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।