হাতির করিডর। সেখানেই এবার আলোর ব্যবস্থা।শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে এবার হাতির করিডরে থাকবে আলো। কিন্তু মূলত কাদের জন্য় এই আলোর ব্যবস্থা?
সূত্রের খবর, সাধারণত হাতি চলাচল করে যে জায়গার উপর দিয়ে সেটা লোকালয়ের কাছেও হতে পারে। এক জঙ্গল থেকে অপর জঙ্গলের মাঝে অনেক সময় রাস্তা পড়ে গিয়েছে। আর হাতি সেই নির্দিষ্ট রুট দিয়েই বছরের পর বছর ধরে চলে। কিন্তু সেই করিডরে ঘুটঘুটে অন্ধকার থাকলে অনেক সময় সাধারণ মানুষ সেই হাতির সামনে পড়ে যেতে পারেন। এতে মারাত্মক বিপদ হয়ে যেতে পারে। সেকারণেই এবার হাতির করিডরে আলোর ব্যবস্থা করা হচ্ছে।
এসজেডিএ এই আলো বসানোর ব্যবস্থা করবে। মূলত স্থানীয় বাসিন্দাদের যাতে রাত বিরেতে সমস্যা না হয় সেকারণে এই ব্যবস্থা। কারণ অন্ধকারের মধ্য়ে কোথায় হাতি রয়েছে তা বোঝা যায় না। আর হাতির সামনে আচমকা পড়ে গেলে শুঁড়ে তুলে আছাড় মারে হাতি। সেকারণে এবার অন্তত আলোর ব্যবস্থা থাকলে হাতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। জলপাইগুড়ি ও শিলিগুড়ির বনাঞ্চলের পাশে এই আলোর ব্যবস্থা করা হবে বলে খবর।
কিন্তু এলাকায় লোডশেডিং থাকলেও কি আলো থাকবে এখানে? সূত্রের খবর এখানে ব্যাটারির আলো বসানোর ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে ঝড়ের রাতেও এখানে আলো থাকবে। সেই সঙ্গেই বেশ মজবুত করে আলোগুলি লাগানো হবে । যাতে হাতির দল এগুলি ভেঙে দিতে না পারে। সেকারণে নির্দিষ্ট পরিকল্পনা করেই এই আলোগুলি
সম্প্রতি বানারহাটে এসেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তখনই এসজেডিএর আওতায় থাকা এলাকার সামগ্রিক উন্নতির ব্যাপারে ইঙ্গিত মিলেছিল। এরপর নবান্নের তরফে ডেকে পাঠানো হয় এসজেডিএ কর্তৃপক্ষকে। তারপরই একাধিক প্রস্তাবে শীলমোহর দেয় রাজ্য সরকার। সেই সবুজ সংকেত পাওয়ার পরেই কার্যত ঝাঁপিয়ে পড়েছে এসজেডিএ কর্তৃপক্ষ।
তবে শুধু হাতির করিডরেই নয়, এসজেডিএর আওতায় থাকা বিভিন্ন শহরেই পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। জলপাইগুড়ি শহরেও সামগ্রিকভাবে উন্নয়নের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন গলিগুলিরও উন্নতি করা হবে প্রায় ১০ কোটি টাকা ব্য়য়ে। সেই সঙ্গে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির চারপাশে চালানোর জন্য় ব্যাটারির গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। এখানে টয়ট্রেন আনার ব্যাপারেও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
একটা সময় এই এসজেডিএর নানা প্রকল্পকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ উঠত। তবে এবাপ সেই এসজেডিএর হাত ধরে শিলিগুড়ি, ডুয়ার্স, জলপাইগুড়ির পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ।