বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rupanjana Mitra's Mother: বড় মেয়ের গলা জড়িয়ে 'রবি'র গান গাইলেন রূপাঞ্জনার মা, আর অভিনেত্রী?
Updated: 06 May 2024, 07:35 PM IST
লেখক Ranita Goswami
রবিবার নিজের বাড়িতে মায়ের কাছে গিয়েছিলেন রূপাঞ্জনা ও তাঁর দিদি। সেখানেই দুই বনে ডুবেছিলেন মায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীতে। রূপাঞ্জনার মা শুক্লা মিত্রকে গাইতে শোনা গেল শুক্লা মিত্রকে গাইতে শোনা গেল, রবীন্দ্রনাথের 'একটু কেবল বসতে দিয়ো কাছে…' গানটি। শুক্লা দেবী যখন গানটি গাইছিলেন, ঠিক তখন তাঁকে জড়িয়েছিলেন ছিলেন তাঁর বড় মেয়ে অর্থাৎ রূপাঞ্জনার দিদি। তিনিও মায়ের সঙ্গে গলা মেলালেন। রূপাঞ্জনাকে সেই মুহূর্তটি লেন্সবন্দি করতে দেখা গেল। ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশানে লিখেছেন, ‘রবিবারের মেয়েবেলা, মা এবং দুই কন্যা, তিন কন্যা’। সঙ্গে জুড়েছেন রামধনু ইমোজি।