আইপিএলের ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের জায়গা মজবুত করেছে চেন্নাই সুপার কিংস। খুব বড় রান না তুললেও মুস্তাফিজুর-পথিরানাদের অনুপস্থিতিতে বেশ ভালোই বোলিং করেছেন সিএসকের বোলাররা। বলতে গেলে তাঁরাই জয় এনে দিয়েছেন দলকে। সেই সঙ্গে লিগ টেবিলে সিএসকে এখন তিন নম্বরে। যা পরিস্থিতি তাতে লখনউয়ের থেকেও প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রয়েছে চেন্নাই। অথচ এবারের আইপিএলে এই চেন্নাইকেই দুবার হারিয়েছিল লখনউ। পঞ্জাবের বিপক্ষে অবশ্য আরও একবার ব্যাটিং নিয়ে সমস্যায় পড়ে চেন্নাই। ওপেনিং জুটি ক্লিক করেনি। রুতুরাজ এবং মিচেল এসে পরিস্থিতি সামলান।
জাদেজার ২৬ বলে ৪৩ রানের ইনিংসটাই পার্থক্য গড়ে দেয়। জাড্ডুর ব্যাট থেকে এই ইনিংসটা না আসলে হয়ত প্লে অফের স্বপ্ন কার্যত রবিবারই শেষ হয়ে যেত চেন্নাইয়ের। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি নিজে আগে না নেমে, তাঁর আগে ব্যাটিং করতে পাঠান মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুরদের, যা নিয়ে সমালোচনাও হচ্ছে। জাদেজা অবশ্য এই নিয়ে সরাসরি ধোনির বিষয় মুখ খুললেন না। তবে তাঁর মন্তব্য, ম্যাচে ১৫-২০ রান কম তুলেছে চেন্নাই। ধোনি আগে মাঠে নামলে যে সেই ঘাটতি পুষিয়ে যেত তা বলাই বাহুল্য, তাই কেন জাড্ডু একথা বললেন তাঁর উত্তর তিনিই জানেন।
আরও পড়ুন-IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
ধর্মশালায় ব্যাট আর বল, দুই বিভাগেই অনবদ্য পারফরমেন্স করেন জাদেজা। প্রথমে ২৬ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর বল হাতে তুলে নেন তিন উইকেট,তাও মাত্র ২০ রানে। চার ওভার শেষে তাঁর ইকোনমি ছিল মাত্র ৫। বিনা সংশয় তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন। তার শিকারের তালিকায় রয়েছেন ওপেনার প্রভসিমরন সিং, অধিনায়ক স্যাম কারান এবং দুরন্ত ছন্দে থাকা আশুতোষ শর্মা।
ম্যাচের শেষে রবীন্দ্র জাদেজা বললেন, ‘আমাদের মনে হয়েছিল ১৫-২০ রান কম তুলেছি। কিন্তু আমরা পাওয়ার প্লে বা মিডল ওভারে কোনও সুযোগ দিইনি পঞ্জাবকে। পাওয়ার প্লেতে তুষার বেশ ভালো বোলিং করেছিল, দুই উইকেট তুলে নেয়। এরপর আমি আর মিচেল গিয়ে মিডল ওভারে আঁঁটোসাঁটো বোলিং করি। সকালের দিকে খেলা হওয়ায় খুব গরম ছিল, তাই উইকেটও স্লো ছিল। শুরুর দিকে উইকেট ফ্ল্যাট থাকলেও, বল পুরোনো হলে আর ঠিকভাবে ব্যাটে আসতে চায় না। আমার কাজ ছিল পার্টনারশিপ তৈরি করা আর শেষদিকে বড় শট খেলা। পাওয়ার প্লের মধ্যে বাজে খেললে ম্যাচ জেতা কঠিন হয়, তাই তিনটে ফেজেই ভালো খেলতে হয়। পরপর উইকেট হারানোয় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। মনে হয়েছিল কমপক্ষেও ১০রান তো কম উঠেছে, কারণ এই উইকেটে ১৮০-২০০ উঠবে বলে ভেবেছিলাম’।
আরও পড়ুন-হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো
ম্যাচের শেষে নবাগত বোলার সিমরনজিত সিংয়ের প্রশংসা করেন অধিনায়ক রুতুরাজ গায়েকওয়াড়। তিনি বলেন, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটার পাঠালে ১০-১৫ রান করত, তাই তাঁরা বোলার হিসেব সিমরনজিতকেই দলের রাখার সিদ্ধান্ত নেন। তিনিও ভরসার দাম দিয়ে পঞ্জাবের বিপক্ষে ৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।