জামতাড়া গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত ভোটে EVM হ্যাক করার পরিকল্পনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার সন্ধ্যায় নিজের লোকসভা কেন্দ্রের ওন্দায় একথা বলেন তিনি। সঙ্গে তাঁর হুঁশিয়ারি, এই গ্রাম পঞ্চায়েতে আমরা EVM ভেঙে গুঁড়িয়ে দেব।
এদিন সৌমিত্র বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে সাধু হয়ে যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে ডায়মন্ড হারবারের মানুষের ওপরে অত্যাচার করে কোটি কোটি টাকা রোজগার করেছে জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে পঞ্চায়েত নির্বাচনে EVM হ্যাক করার চেষ্টায় আছে। কারণ পঞ্চায়েত নির্বাচনে সেন্ট্রাল ফোর্স থাকবে না’।
সৌমিত্রর দাবি, ‘পশ্চিমবঙ্গে ২টো ভোট ঠিক মতো হয়, লোকসভা আর বিধানসভা। আর কোনও ভোট হয় না। আমরা হাইকোর্ট পর্যন্ত যাব। আর যে সমস্ত অফিসার জামতাড়া গ্যাংয়ের সুবিধা করে দিচ্ছে। কেউ যদি তোমরা দালালি করো এই গ্রাম পঞ্চায়েতে আমরা EVM ভেঙে গুঁড়িয়ে দেব। অফিসাররা যদি EVM-এর চিপ চেঞ্জ করতে যায় সেই অফিসারের হাত পা আমরা ভেঙে দেব। তাদেরকে কী করে জেলে ঢোকাতে হয়, তার পরিবারের সম্পত্তি কত সব হিসাব নিকাশ আমরা করে ফেলব’।
এদিনের সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চোরের ঘরে জন্ম’ বলে আক্রমণ করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জাতীয় কংগ্রেস পারিবারিক পার্টি। আজ তিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যাটন তুলে দিচ্ছেন। ভাইপোটা কি পারিবারিক নয়? বাইরে থেকে এসেছে’?
এর পর সুর আরও চড়ান সৌমিত্র, ‘তিনি নিজেই তো একটা চোর। তার জন্মটা হয়েছে চোরের ঘরে। কার্তিক, বাবন বন্দ্যোপাধ্যায় সবগুলো এক একটা চোর’।