ভ্যাকসিন দেওয়ার কথা ২০০জনকে। এদিকে ভ্যাকসিন নেওয়ার জন্য় লাইনে দাঁড়িয়ে পড়েছিলেন প্রায় হাজারখানেক মানুষ। এদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা নেওয়ার টোকেন পাননি অনেকেই। এরপরই বুধবার ক্ষোভ আছড়ে পড়ে ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। বাসিন্দাদের দাবি, হাসপাতাল কর্মীদের সঙ্গে পরিচিতি আছে এমন লোকজনকেই বেছে বেছে টোকেন দেওয়া হয়েছে। এর জেরে অনেকেই ভ্যাকসিন পাননি। এনিয়ে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। এরপরই ভ্যাকসিন নেওয়ার জন্য় শুরু হয় ঠেলাঠেলি। তুমুল বিশৃঙ্খলা শুরু হয় হাসপাতাল চত্বরে।
বাসিন্দাদের দাবি, ভ্যাকসিন দেওয়া নিয়েও স্বজনপোষণ চলছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে ভ্যাকসিন পাচ্ছেন না। এর জেরেই সমস্যা তৈরি হচ্ছে। সেকারণেই এদিন হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পাশাপাশি ভ্যাকসিন নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বাসিন্দাদের দাবি, ভিড়ের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা থাকা সত্ত্বেও অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু তারপরেও ভ্য়াকসিন পাননি অনেকে।
এদিকে উত্তেজনা ছড়াতে থাকে ক্রমশ। ক্যানিং থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে করোনা সংক্রমণ থেকে দূরে থাকার জন্য়ই এদিন ভ্যাকসিন নিতে গিয়েছিলেন বাসিন্দারা। কিন্তু সেখানে গণ্ডগোলের জেরে দূরত্ব বিধি শিকেয় ওঠে। ভ্যাকসিন নেওয়ার জন্য় হুড়োহুড়ি শুরু করে দেন বাসিন্দারা। এর জেরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।