বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভাঙড়ে আদিবাসীদের জমি গায়ের জোরে দখলের অভিযোগ তৃণমূলি উপ প্রধানের বিরুদ্ধে

ভাঙড়ে আদিবাসীদের জমি গায়ের জোরে দখলের অভিযোগ তৃণমূলি উপ প্রধানের বিরুদ্ধে

তৃণমূল নেতার দখলদারির বিরুদ্ধে একজোট হচ্ছেন আদিবাসীরা।

স্থানীয় সূত্রে খবর, মাখনতলা এলাকায় বহু বছর ধরে জমি ভোগদখল করছেন আদিবাসীরা। তাড়দহ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী সেই জমি দখল করে নিচ্ছেন।

ভাঙড়ে এবার আদিবাসীদের জমি দখলের অভিযোগ তৃণমূলের উপ প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, ভাঙড়ের তাড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার মাখনতলা এলাকায় আদিবাসীদের জমি দখল করছেন তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী।

স্থানীয় সূত্রে খবর, মাখনতলা এলাকায় বহু বছর ধরে জমি ভোগদখল করছেন আদিবাসীরা। তাড়দহ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী সেই জমি দখল করে নিচ্ছেন। এমনকি জমি না দিলে প্রাণনাশের হুমকিও দিচ্ছে তাঁর অনুগামীরা। ইতিমধ্যে লেদার কমপ্লেক্স থানায় বিষয়টি জানানো হয়েছে বলে জানালেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকার বিধায়ক সওকাত মোল্লা জানান, অভিযোগ পাইনি, জমি নিয়ে সমস্যার কথা শুনেছি। খোঁজ নিয়ে দেখছি। কোনও সম্প্রদায়ের জমি জোর করে নিলে দল ছেড়ে কথা বলবে না।

বন্ধ করুন