বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Darjeeling municipality: নির্মাণ ভাঙার অভিযোগ, দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় TMC কাউন্সিলর

Darjeeling municipality: নির্মাণ ভাঙার অভিযোগ, দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় TMC কাউন্সিলর

তৃণমূল কাউন্সিলর গণেশ শার্কি।

অবৈধ নির্মাণ ভাঙার জন্য সম্প্রতি অভিযান চালায় দার্জিলিং পুরসভা। তাতে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভাঙা পড়ে। তৃণমূল কাউন্সিলরের পাঁচ তলার একটি নির্মীয়মাণ বাড়িও ভাঙা হয়। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, এই অভিযান লোক দেখানো। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বেছে বেছে তার নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে।

দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নোটিশ না পাঠিয়ে এই অবৈধভাবে নির্মাণ ভাঙার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর গণেশ শার্কি। যদিও নির্মাণটি অবৈধ বলে স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। তবে অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রেও যে নোটিশ পাঠানোর প্রয়োজন তা পাঠানো হয়নি বলে অভিযোগ গণেশ শার্কির। এই অভিযোগে তিনি দার্জিলিং পুরসভার চেয়ারম্যান রিতেশ পোর্টেলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। তবে এই অভিযোগে অস্বীকার করেছেন চেয়ারম্যান।

অবৈধ নির্মাণ ভাঙার জন্য সম্প্রতি অভিযান চালায় দার্জিলিং পুরসভা। তাতে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভাঙা পড়ে। তৃণমূল কাউন্সিলরের পাঁচ তলার একটি নির্মীয়মাণ বাড়িও ভাঙা হয়। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, এই অভিযান লোক দেখানো। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বেছে বেছে তার নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কাউন্সিলর অভিযোগ করে বলেন, ‘কোনও রকম নোটিশ ছাড়াই ১০ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণ ভেঙে দিয়েছে দার্জিলিং পুরসভা। পুরসভার তরফে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙার কথা বলা হলেও শুধু তাঁর নির্মাণ ছাড়া অন্য কোনও নির্মাণ ভাঙা হ নি বলে অভিযোগ গণেশ শার্কির। তিনি বলেন, ‘আমার অবৈধ নির্মাণ ভেঙেছে তার জন্য আমি ক্ষুব্ধ নই। কিন্তু বাড়ির তালা ভেঙে জবরদস্তি ঢুকে পড়ার ঘটনায় আমি হতাশ। চেয়ারম্যানের বিরুদ্ধে থানার লিখিত অভিযোগ জানিয়েছি।’

এই কথা অস্বীকার করে চেয়ারম্যান বলেন, ৪-৫ মাস আগে নোটিশ পাঠানো হয়েছে। শোকজ করা হয়েছে। কিন্তু তারপরেও কোন সাড়া না মেলায় এই পদক্ষেপ করা হয়েছে। পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্মাণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বন্ধ করুন