গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নিউটাউনের বনমালিপুরে তৃণমূল বুথ সভাপতির গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। অভিযোগ পাথরঘাটা পঞ্চায়েতের সদস্য প্রবীর মন্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশ।
রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতের তৃণমূলি বুথ সভাপতি বাপি মন্ডলের বাড়ির কিছুটা দূরে বনমালীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাখা ছিল তাঁর চারচাকা গাড়ি। গতকাল রাত ১টা নাগাদ এক প্রতিবেশী দেখতে পান দাউদাউ করে জ্বলছে চারচাকা গাড়িটি। এরপর বাপি মন্ডলকে খবর দেন তিনি। খবর পেয়ে বাপি মন্ডল বাড়ির বাইরে বেরিয়ে আসলে দেখতে পান স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রবীর মন্ডলের কিছু অনুগামী বাইক নিয়ে সেখানে ঘোরাঘুরি করছে। বাপি মন্ডল রাতেই টেকনো সিটি থানায় গিয়ে মৌখিক অভিযোগও জানান। তৃণমূলের বুথ সভাপতি বাপি মন্ডলের অভিযোগ, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি সদস্য প্রবীর মন্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। এর আগেও প্রবীর মন্ডল ও তাঁর অনুগামীরা বাপি মন্ডলকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। সেই ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগও হয়েছিল।
অভিযোগ অস্বীকার করে প্রবীর মন্ডল জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই গ্রামে আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি। ভোটের আগে থেকে এতদিন গাড়িটা রয়েছে কোনদিন কিছু হলো না। আজকে হঠাৎ আগুন লাগল কী করে। সন্দেহের বশে কাউকে দোষারোপ করা ঠিক নয়। দগ্ধ গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করালেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।