ভর সন্ধ্যায় উত্তর ২৪ পরগনায় খুন প্রাক্তন শহর তৃণমূল সভাপতি। খুন হলেন নোয়াপাড়ার তৃণমূল নেতা গোপাল মজুমদার। শনিবার রাত ৯টা নাগাদ বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালবাবুর। অভিযোগের তির বিজেপির দিকে।
ইছাপুরের মানিকতলা এলাকায় বাড়ির সামনে গোপালবাবুকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা। স্থানীয়রা জানিয়েছেন, ৩ – ৪ জন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় গোপালবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বারাকপুর – দমদম সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক। তাঁর দাবি, কয়েকদিন আগে স্থানীয় এক বিজেপি নেতার সঙ্গে গোপালবাবুর বিবাদ হয়েছিল। তিনিই দুষ্কৃতীদের দিয়ে গোপালবাবুকে খুন করিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে এই ঘটনা ঘটেছে।
তৃণমূল নেতা খুনে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন নোয়াপাড়া থানার অধিকারিকরা। পুরভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।