বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ব্যাঙ্কে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি, ম্যানেজারকে ডাম্পার দিয়ে পিষে মারার হুমকি

ব্যাঙ্কে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি, ম্যানেজারকে ডাম্পার দিয়ে পিষে মারার হুমকি

প্রতীকী ছবি

ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের ভাণ্ডানি জলঢাকা রোডে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের। ওই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু, ঋণের টাকা পরিশোধ করতে পারেননি তিনি। সেই কারণে নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের তরফে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। 

ব্যাঙ্কের মধ্যে ঢুকে দৌরাত্ম্য চালাল তৃণমূল নেতাকর্মীরা। ব্যাঙ্ক ম্যানেজারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হল। শুধু তাই নয় ব্যাঙ্কের ম্যানেজারকে খুন করার হুমকি দেওয়া হল। এমনই অভিযোগ উঠেছে জলপাইগুড়ির ধুপগুড়ি শহরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায়। এমন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়িতে। অভিযোগ, ব্যাঙ্ক ম্যানেজারকে ডাম্পার দিয়ে পিষে খুন করার হুমকি দিয়েছেন ওই তৃণমূল নেতা।

আরও পড়ুন: BJP-RSS নেতা, কর্মীদের পা মেরে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, বিতর্কে তৃণমূল বিধায়ক

জানা গিয়েছে, ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের ভাণ্ডানি জলঢাকা রোডে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের। ওই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু, ঋণের টাকা পরিশোধ করতে পারেননি তিনি। সেই কারণে নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের তরফে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তাতেই বেজায় ক্ষুব্ধ হন ওই তৃণমূল নেতা। তিনি অনুগামীদের নিয়ে ব্যাঙ্কে চড়াও হন। এরপর ব্যাঙ্ক ম্যানেজারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি জানতে চান, কেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা হল? তৃণমূল নেতার স্পষ্ট হুঁশিয়ারি, কোনওভাবেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা যাবে না। তাকে টাকা তোলার সুবিধা দিতে হবে। অবিলম্বে ব্লক খুলে দিতে হবে। তা না হলে ব্যাঙ্ক ম্যানেজারকে বাড়ি ফেরার পথে ডাম্পার যে পিষে খুন করা হবে বলেও হুমকি দেন তৃণমূল নেতা।

জানা গিয়েছে, তৃণমূল নেতা এবং তার অনুগামীরা ব্যাঙ্কে ঢুকে চিৎকার চেঁচামেচি করতেই ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যাঙ্কের পরিবেশ। আতঙ্কে গ্রাহকরা ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসেন। গ্রাহকদের পাশাপাশি ব্যাঙ্কের অন্যান্য কর্মীরাও ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন। এমন হুমকি পাওয়ার পরে অবশেষে তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিফ্রিজ করে দেওয়া হয়। পুরো ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। এর পাশাপাশি ব্যাঙ্কের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত ব্যাঙ্কের তরফে থানায় কোনও ধরনের অভিযোগ দায়ের হয়নি। তবে সে ক্ষেত্রে অভিযোগ দায়ের হলে সিসিটিভি ফুটেজ কাজে লাগানো যেতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বাংলার মুখ খবর

Latest News

এবার অনশনে সিনিয়ররা, জুনিয়রদের পাশে থাকতে বিরাট সিদ্ধান্ত ডাক্তারদের ‘‌স্বামী–প্রেমিক দু’‌জনের সঙ্গেই থাকতে চাই’‌, গৃহবধূর আবদারে চাপে ভূপতিনগর পুলিশ Kitchen Cleaning Tips: রান্নাঘরের চিমনি কীভাবে পরিষ্কার করবেন? ‘আমেরিকার বাজারে ঢুকেই চূড়ান্ত সফল আমূল, এবার লক্ষ্য ইউরোপ’ কবে কোথায় হবে জয়নগরের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত, স্পষ্ট জানাল হাইকোর্ট ‘ছোটতে মেয়ের মতো সাজাতেন মা,বড় হয়ে শরীরটা পাল্টে গেলেও মননে থেকেই গেল…ভাগ্যিস..’ থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.