রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। যা দেখার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করছে। ২০০৩ সালের পর আবার একবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত–অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে রোহিত, বিরাট, শামি, বুমরারা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়েছেন প্রতিপক্ষদের। টানা ১০ ম্যাচ জিতে একেবারে দশে দশ। তবে এবার রবিবারের মেগা ফাইনালের পর টিম ইন্ডিয়ার জার্সিতে তিন তারা দেখার অপেক্ষা করছেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। আর তাই ম্যাচের ঠিক আগের দিন দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে রোহিতদের বিশ্বজয়ের জন্য পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের কালারফুল নেতা। বলা যেতে পারে এলেন, দেখলেন এবং জয় করলেন।
এদিকে আজ, শনিবার দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পুজো দিলেন কলকাতা নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু আলেকজান্ডার ফ্লেমিং। কলকাতায় এসেছেন ফ্লেমিং। তারই মধ্যে মন্দির সফরে তাঁর সঙ্গে ছিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। এদিন মন্দিরে আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ফ্লেমিং। বেশ খোশ মেজাজে দেখা গেল তাঁকে। কলকাতা বলে কথা। তাই রসগোল্লা খাবেন না সেটা কি কখনও হয়? দক্ষিণেশ্বরের পুজো শেষে তাঁকে কলকাতার রসগোল্লা খাইয়ে দিলেন মদন মিত্র। মিষ্টি খেয়ে সেটার ব্যাপক প্রশংসা করেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্লেমিং বলেন, ‘এমন একটা সময় সিটি অফ জয় কলকাতায় আসতে পেরে আমি আনন্দিত। এই শহরে এসেছি যখন উৎসবের তখন মরশুম চলছে। আলোতে এই শহর খুব সুন্দর দেখাচ্ছে। এই মন্দির এসে বুঝতে পেরেছি যে, এটা একটি অতি পবিত্র স্থল।’
অন্যদিকে আজ দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেরিয়ে মদন মিত্র জানান, তিনি চেয়েছিলেন অস্ট্রেলিয়ার বদলে অন্য কোনও দল ফাইনালে ওঠে। কামারহাটির বিধায়কের কথায়, ‘আমরা চেয়েছিলাম অন্যদের। কিন্তু কিছু তো করার নেই। সবই ভাগ্যের ব্যাপার। অস্ট্রেলিয়া খেলাটা মাঝখানে বড্ড ভাল খেলে দেয়। তবে কাল গোটা মাঠে ১ লাখ ৩০ হাজার লোক শুধু ইন্ডিয়া ইন্ডিয়া বলবে। কালকের রাজা হলেন বিরাট। ঠাকুরের কাছে বলে গেলাম, এটা কিন্তু ইন্ডিয়া। এটা ওয়ার্ল্ড কাপ, কোনও লোকাল কাপ নয়। ইন্ডিয়া কাল জিতবেই। বিরাট হ্যাটট্রিক করবেন।’ গেরুয়া জার্সি পরে ভারতীয় দলের প্রাকটিস নিয়ে যে বিতর্ক উঠেছে। কী বলবেন? বাবে মদন মিত্র বলেন, ‘এখন আমি এই নিয়ে মন্তব্য করব না। কারণ এখন আমার মাথা থেকে পা পর্যন্ত নানা ভাষা নানা মত। এখানে নানা ধর্ম, নানা মুনি, নানা মত।’
আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে দিতে চান মুখ্যমন্ত্রী, কোন মাসে সেটা ঘটবে?
আর কী বললেন ব্রিটিশ হাই ডেপুটি হাইকমিশনার? এছাড়া ক্রিকেট নিয়েও মুখ খোলেন ব্রিটিশ হাই ডেপুটি হাইকমিশনার। আগামীকাল আমেদাবাদে ইন্ডিয়া— অস্ট্রেলিয়া বিশ্বকাপ ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া পাঁচবার বিশ্বকাপ জিতেছে, ইন্ডিয়া তিনবার জিতেছে। কিন্তু এবার হোম কান্ট্রি হওয়াতে ইন্ডিয়ার অ্যাডভান্টেজ বেশি। আমি আশা করব সেরা দলই বিশ্বকাপ জিতবে। আমি পাঁচবার ইন্ডিয়ার খেলা দেখেছি। পাঁচবারই তারা জিতেছে। আমি আমেদাবাদে খেলা দেখতে যাচ্ছি না। কিন্তু ভারতের জেতার ব্যাপারে আশাবাদী।’