প্রাথমিক স্কুলে নলকূপ বসানোর জন্য ১০ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষ পূর্ব বর্ধমানের জামালপুরের চিকনহাটি গ্রামের ভিলেজ রিসোর্স পার্সনের দায়িত্বে রয়েছেন। অভিযোগ চিকনহাটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চায়েত সমিতির উদ্যোগে নলকূপ বসানোর কাজ শুরু হতে ঠিকাদারের কাছে ১০ হাজার টাকা তোলা চান তিনি। বিশ্বজিৎবাবুর বিরুদ্ধে বিডিয়োর কাছে অভিযোগ দায়ের করেছেন ঠিকাদার শেখ মারজান আলি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও।
চিকনহাটি প্রাথমিক স্কুলে ৭০ হাজার টাকা ব্যায়ে একটি সিলিন্ডার নলকূপ বসানোর বরাত দেওয়া হয়েছিল মারজান আলির সংস্থাকে। সেই কাজ করতে স্কুলে পৌঁছন নির্মাণকারী সংস্থার লোকজন। খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিশ্বজিৎ। অভিযোগ, ঠিকাদারের কর্মীদের তিনি জানান, কাজ করতে গেলে ১০ হাজার টাকা তোলা দিতে হবে। এমনকী ঠিকাদারের কর্মীদের তিনি অকথ্য গালি দেন বলেও অভিযোগ।
কাজ করতে গিয়ে বাধা পেয়ে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন ঠিকাদার। বিডিও শুভঙ্কর মজুমদার জানিয়েছেন, বিশ্বজিৎ ঘোষ নামে একজন কাজে বাধা দিয়েছেন বলে জেনেছি। ১০ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। আমরা তদন্ত করে দেখছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে পুলিশকে ব্যবস্থা নিতে বলব।
জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক জানিয়েছেন, বিশ্বজিৎ কবে তৃণমূল নেতা হয়ে গেল জানি না। কাজ বন্ধ করে ও একেবারে ঠিক কাজ করেনি। ওর বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলব।
অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষের যদিও দাবি, ভিলেজ রিসোর্স পার্সন হিসাবে ওয়ার্ক অর্ডার ও চুক্তির রাশি জানতে চেয়েছিলাম। কাজে বাধা দেওয়া বা টাকা চাওয়ার অভিযোগ মিথ্যা।