বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata on Armss Recovery Video: 'চকোলেট বোমা ফাটনে সে ভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার
Updated: 27 Apr 2024, 08:48 PM IST
Sritama Mitra
সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যে সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার ঘিরে শোরগোল শুরু হয়েছে। তারই মাঝে এদিন কুলটির সভায় মোদী সরকারের দিকে নিশানা তাক করেন মমতা। ভাষণের কিছুটা অংশ মমতা হিন্দিতে বলেন। সেখানেই দিদি বলেন,'এত মিথ্যা কথা কেন বলেন?' এরপর মমতা বলেন, 'এখানে একটা চকোলেট বোমা ফাটলেও কেন সিবিআই, সিআইএসএফ, এনআইএ,এনএসজি পাঠিয়ে দিচ্ছে?' তিনি বলেন, 'যেন যুদ্ধ হচ্ছে'। মমতা আক্রমণ শানিয়ে বলেন, 'কেউ জানে না কী কী কোথা থেকে পাওয়া গিয়েছে'। তাঁর দাবি, 'কোন প্রমাণ নেই যে ওগুলো (অস্ত্র) ওখানে ছিল।'