বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হাওড়ার ২৫টি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেল, পড়ুয়ার অভাবে সিদ্ধান্ত সংসদের

হাওড়ার ২৫টি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেল, পড়ুয়ার অভাবে সিদ্ধান্ত সংসদের

স্কুল বন্ধ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

এই ২৫টি প্রাথমিক স্কুল বন্ধ হলেও জেলায় মোট সরকারি প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বেড়েছে। লকডাউনের সময় ২০২১–২২ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক স্কুলে ১০ শতাংশ পড়ুয়া বেড়েছে বলে সংসদ সূত্রে খবর। আগামী দিনে যদি পড়ুয়ারা স্কুলে নিয়মিত আসে তাহলে স্কুলগুলি আবার পুনরায় চালু করা হতে পারে।

করোনাভাইরাসের জেরে লকডাউন এবং তাতে বন্ধ করতে হয়েছিল স্কুল। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই খুলে গিয়েছে স্কুল। কিন্তু সরকারি স্কুলে পড়ুয়াদের সংখ্যা কমতে শুরু করে। এমন অবস্থায় হাওড়া শহর লাগোয়া এলাকায় ২৫টি প্রাথমিক স্কুল বন্ধ করে দিল জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদ। পড়ুয়াদের অভাবের জন্যই স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, ওই ২৫টি প্রাথমিক স্কুলের বেশিরভাগই চলত ভাড়া বাড়িতে। দু’‌বছর বন্ধ ছিল স্কুলগুলি। স্কুলগুলি যখন আবার চালু হল তখন দেখা গেল একজনও আর স্কুলে যাচ্ছে না। শুধু শুধু বেতন তুলছিলেন ওই স্কুলগুলির শিক্ষকরা। তারপরই সংসদের পক্ষ থেকে ওই স্কুলভবনগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

তাহলে ঠিক কী হবে?‌ জানা গিয়েছে, এই ২৫টি প্রাথমিক স্কুল বন্ধ হলেও জেলায় মোট সরকারি প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বেড়েছে। লকডাউনের সময় ২০২১–২২ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক স্কুলে ১০ শতাংশ পড়ুয়া বেড়েছে বলে সংসদ সূত্রে খবর। আগামী দিনে যদি পড়ুয়ারা স্কুলে নিয়মিত আসে তাহলে যে স্কুলগুলি বন্ধ করা হয়েছে, সেগুলি আবার পুনরায় চালু করা হতে পারে।

ঠিক কী বলছেন প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের সভাপতি?‌ হাওড়ায় ২৫টি স্কুল বন্ধ হওয়া নিয়ে সংসদ সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘‌স্কুলগুলি চিরতরে বন্ধ করা হয়নি। যদি দেখা যায়, ওই এলাকার পড়ুয়ারা আবার স্কুলগুলিতে পড়তে চাইছে তাহলে সেগুলি খুলে দেওয়া হবে। ফিরিয়ে আনা হবে শিক্ষকদেরও। একটি স্কুলের ক্ষেত্রে তেমনটা করাও হয়েছে।’‌

বন্ধ করুন