হাওড়ায় ভাঙচুর হয়েছে ৫টি হিন্দু মন্দির। ছবি ও সিসিটিভি ফুটেজ প্রকাশ করে এমন দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার প্রতিবাদে সোমবার সকালে রেল অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের শীর্ষ আধিকারিকদের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, এই ধরণের দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ পুলিশ পদক্ষেপ না করায় সনাতনীদের ওপর বার বার হামলা হচ্ছে।
আরও পড়ুন: ঘরে ঢুকে পরপর গুলি, খুন তৃণমূলের উপপ্রধান, অভিযোগের তির জমি ব্যবসায়ীর দিকে
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুবাবু লেখেন, গত রাতে হাওড়ার বাঁকড়ায় ৫টি সনাতনী মন্দির ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা রেল অবরোধ করে সেই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। আমি হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ও রাজ্য পুলিশের ডিজিকে অনুরোধ করছি দোষীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করুন। সঙ্গে শান্তি ফেরাতে দ্রুত শান্তি ফেরান। যারা ঘটনার প্রতিবাদ করছেন, গণপরিবহণকে প্রভাবিত না করে তাদের প্রতিবাদ করতে দিন।
শুভেন্দুবাবুর অভিযোগ, সনাতনী মন্দিরে ভাঙচুরকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পশ্চিমবঙ্গ পুলিশের গা ছাড়া ভাবের জন্যই তারা সনাতনীদের ওপর বারবার হামলা করার সাহস পাচ্ছে।
আরও পড়ুন: রাতে হয়েছিলেন আটক, সকাল হতেই গ্রেফতার বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি
সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শুভেন্দুবাবু। ছবিতে দেখা যাচ্ছে একটি মন্দিরে বিগ্রহের সামনে থাকা সামগ্রী লন্ডভন্ড করা হয়েছে। শুভেন্দুবাবুর প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে টুপি পরা কয়েকজন কম বয়সী কিশোর ও যুবক মন্দিরে ভাঙচুর চালাচ্ছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতে সকালে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছলে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে তারা।