বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Visva-Bharati: বিবিসির Modi তথ্য়চিত্র দেখানোর চেষ্টা পড়ুয়াদের, আটকে দিল পুলিশ

Visva-Bharati: বিবিসির Modi তথ্য়চিত্র দেখানোর চেষ্টা পড়ুয়াদের, আটকে দিল পুলিশ

শান্তিনিকেতন(File Photo) (HT_PRINT)

বৃহস্পতিবার বিকালে রাজনাথ সিং বিশ্বভারতীতে পৌঁছন। শুক্রবার সকালে বিশ্বভারতীতে সমাবর্তন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে এসেছেন।

তন্ময় চট্টোপাধ্য়ায়

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর অনুষ্ঠানস্থলের কাছেই বিশ্বভারতী সংলগ্ন মাঠে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র দেখানোর পরিকল্পনা নিয়েছিল বাম ছাত্র সংগঠন। তবে এবার পুলিশ এনিয়ে পড়ুয়াদের আটকে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য়চিত্র দেখানোর পরিল্পনা নেওয়া হয়েছিল। মোদীকে নিয়ে বিবিসি যে তথ্যচিত্র তৈরি হয়েছে সেটাই দেখানোর পরিকল্পনা নেওয়া  হয়েছিল। কিন্তু পুলিশ এই উদ্যোগ আটকে দেয়।

এদিকে ভারত সরকার ইতিমধ্যেই এই তথ্যচিত্র দেখানোর ক্ষেত্রে লাগাম টেনেছে।এদিকে চলতি সপ্তাহে একাধিক ক্যাম্পাসে এই তথ্য়চিত্র দেখানোকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল। এবার বিশ্বভারতীতেও সেই উদ্য়োগ রুখে দিল পুলিশ।

বৃহস্পতিবার বিকালে রাজনাথ সিং বিশ্বভারতীতে পৌঁছন। শুক্রবার সকালে বিশ্বভারতীতে সমাবর্তন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে এসেছেন। 

এদিন পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে  রাজনাথ সিংয়ের প্লেন নামে। এরপর তিনি চপারে বোলপুরের দিকে রওনা দেন। তিনি ক্যাম্পাসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। আর তার ৩০০ মিটার দূরত্বে ওই তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি বন্ধ করে দেওয়া হয়। 

এদিকে অ্য়াডিশনাল পুলিশ সুপার সুরজিৎ কুমার দে রতন পল্লি এলাকায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন। সেখানেই ডিএসএর তরফে ইন্ডিয়া দ্য মোদী কোয়েশ্চেন সিনেমাটি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

সূত্রের খবর, এই ধরনের তথ্য়চিত্র না দেখানোর ব্যাপারে বলা হয়েছিল। তারপর পড়ুয়ারা সরে যান। 

এদিকে ডিএসএ সদস্য শুভ নাথ জানিয়েছিলেন এই কর্মসূচিটা আগে থেকেই নির্ধারিত ছিল। এর সঙ্গে রাজনাথের পরিদর্শনের কোনও ব্যাপার নেই। তবে ফের আগামীদিনে অন্য কোনও জায়গায় আমরা এই তথ্য়চিত্র দেখাব।

বিশ্বভারতীর মুখপাত্র মহুয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আইন মেনে যাবতীয় কাজ করতে হবে। 

বিবিসির করা এই তথ্যচিত্রকে ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছে বার বারই। আর রাজনাথ সিং যখন বিশ্বভারতীতে তখনই সেই সংলগ্ন এলাকায় এই ডকুমেন্টারি দেখানোর উদ্যোগ। তবে শেষ পর্যন্ত এই উদ্যোগকে বন্ধ করে দেওয়া হয়। তবে সংগঠনের তরফে বলা হয়েছে এটি রাজনাথ সিং 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.