বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়াকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। ওই পড়ুয়া মায়ানমারের বাসিন্দা বলে খবর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি দর্শন বিভাগে সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা করছিলেন। কিন্তু আচমকা তিনি নিখোঁজ হতেই অপহরণের অভিযোগ সামনে আসছে।
এদিকে জানা যাচ্ছে, ওই নিখোঁজ হওয়া পড়ুয়ার নাম পান্নাকারা থাই। তিনি প্রায় ১০ বছর ধরে শান্তিনিকেতনে বসবাস করছেন। এখানে থেকেই পড়াশোনা চালাচ্ছিলেন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে একটি গাড়ি থেকে কয়েকজন নামেন। আর তাঁরা জোর করে পান্নাকারা থাইকে সেই গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। তারপর থেকে আর কোনও খোঁজ মিলছে না। এই কথা জানতে পেরে পড়ুয়ার খোঁজ করতে শুরু করেন অন্যান্য পড়ুয়ারা। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পড়ুয়া অপহরণ করার পিছনে কারণ কী? তদন্তে পুলিশ।
অন্যদিকে শান্তিনিকেতনের ইন্দিরাপল্লি এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্র। বৃহস্পতিবার দুপুরে আটজন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই ভাড়া বাড়িতে আসে। তখন এক বন্ধু ছিল ওই ছাত্রের সঙ্গে। বলপূর্বক ছাত্রটিকে গাড়িতে তুলে নিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। ওই ছাত্রের ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। পরিবারের পক্ষ থেকে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এটি অপরহরণ নাকি অন্য কোনও ঘটনা আছে সেটা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। স্কেচ তৈরি করে ওই দুষ্কৃতী দলকে ধরতে চাইছে পুলিশ। এমন কেন ঘটল? সেটা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের আর থানায় ডেকে পাঠানো যাবে না, পুলিশকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট
আর কী জানা যাচ্ছে? এই অপহরণের বিষয়টি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন অপহৃত ছাত্রের বন্ধু। তখনই নড়েচড়ে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। থানায় মেল করে অভিযোগ দায়ের করা হয়। দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এভাবে তুলে নিয়ে যাওয়া হল ওই ছাত্রকে? সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই রটে গিয়েছে, ওই ছেলেটি নাকি একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে শান্তিনিকেতনে। প্রায় ১২ জন এসেছিল বলে সূত্রের খবর। তারা এখানকার না হওয়ায় চেনা যায়নি। তবে পাশের একটা বাড়ি থেকে ওই পনুয়াকে তুলে নিয়ে গিয়েছে তারা। তল্লাশি শুরু করেছে পুলিশ।