বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌হাতি মানুষ মারলে ওঁদের কানে কান্না পৌঁছয় না’‌, পরিবেশ কর্মীদের তুলোধনা মমতার

‘‌হাতি মানুষ মারলে ওঁদের কানে কান্না পৌঁছয় না’‌, পরিবেশ কর্মীদের তুলোধনা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Utpal Sarkar)

হাতির পাল অনেক সময় আমিও দেখেছি। হাতিকে আমি খুব ভালবাসি। হাতিরা আমাদের সাথী। কিন্তু হাতি মানুষ মারলে পরিবেশের কেউ কেউ আছে তাঁদের কানে ওঁদের কান্না যায় না। কিন্তু মানুষ যদি ভুল করে একটা হাতির গায়ে হাত দেয় তাহলে শোরগোল তৈরি হয়ে যায়। আমি বলি হাতিও প্রাণে বাঁচুক এবং মানুষও প্রাণে বাঁচুক।

মুখ্যমন্ত্রীর সভায় উঠে এল হাতি নিয়ে সমস্যার বিষয়। আর এই হাতি সমস্যার কথা মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরিবেশ কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। হাতি নিয়ে প্রতিবেশী রাজ্যের ভূমিকাও সন্তোষজনক নয়, বলে জানিয়ে দিলেন তিনি। আসলে সাধারণ মানুষের বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে। হাতির পাল এসে ফসলের ক্ষতি করছে, বাড়িঘরের ক্ষতি করছে এমনকী প্রাণেও মেরে ফেলছে বহু গ্রামবাসীকে। তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে জেলায়। যা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গিয়েছে।

এখন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এই সমস্যা নিয়ে একান্তে বৈঠকে বীরবাহার সঙ্গে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভায় বলেন, ‘আমি জানি এখানে হাতি বেরিয়ে পড়ে। খুব সমস্যা হয় সাধারণ মানুষের। হাতির পাল অনেক সময় আমিও দেখেছি। হাতিকে আমি খুব ভালবাসি। হাতিরা আমাদের সাথী। কিন্তু হাতি মানুষ মারলে পরিবেশের কেউ কেউ আছে তাঁদের কানে ওঁদের কান্না যায় না। কিন্তু মানুষ যদি ভুল করে একটা হাতির গায়ে হাত দেয় তাহলে শোরগোল তৈরি হয়ে যায়। আমি বলি হাতিও প্রাণে বাঁচুক এবং মানুষও প্রাণে বাঁচুক।’

আরও পড়ুন:‌ এক্স হ্যান্ডেলের বায়ো থেকে কুণাল মুছলেন তৃণমূল মুখপাত্রের পরিচয়, অভিমানের জের!

এদিকে এখন জঙ্গলমহল সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পা রেখেই তিনি শুনতে পেয়েছেন হাতির তাণ্ডবে মানুষের জীবন–জীবিকা কেমন দুর্বিষহ হয়ে উঠেছে। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘হাতি যদি কাউকে মেরে ফেলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকা পাবে। আর একটি চাকরিও পাবে। ৭৫০ জনকে বন দফতরে গতকাল চাকরি দিলাম। ১২ হাজার টাকা করে তাঁরা বেতন পাবে। ৬০ বছর পর্যন্ত সে চাকরি করবে।’ নবান্ন সূত্রে খবর, ২০১১ সালের পর থেকে সারা রাজ্যে হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যরা ওই চাকরি পেয়েছেন। গন্ধেশ্বরী বেরা ও লক্ষ্মীরানি মাহাতো নামে হাতির হানায় মৃতের পরিবারের দুই পরিজনকে হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে ২০১৯ সালে ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় মৃত ৪৫ জনের পরিবারের সদস্যকে জেলা পুলিশের স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়া হয়। কিন্তু স্বজন হারানো বেদনা কিছুতেই থামছিল না। প্রায়ই হাতি এসে তাণ্ডব চালায়। বন দফতর গজরাজের হানা থামাতে পারছে না বলে অভিযোগ। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌হাতির সংখ্যা বাড়ছে। এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। যাতে তারা বন থেকে বেরোতে না পারে। বনের চারিদিকে ফেন্সিংটা যেন ভাল করে হয়।’

বাংলার মুখ খবর

Latest News

জোড়া ঘূর্ণাবর্তের দোসর বায়ু! বৃহস্পতি পর্যন্ত বৃষ্টি বাংলায়, কোথায় ঝড় উঠবে? MI-কে হারিয়ে প্লে-অফ কার্যত পাকা করে ফেলল KKR, মুম্বইয়ের আশার প্রদীপ নিভু নিভু রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR সিকন্দর ব্যর্থ হতেই জারিজুরি শেষ জিম্বাবোয়ের,তাসকিনদের দাপটে বিরাট জয় বাংলাদেশের ‘বিপদে আমিই প্রথম…’উদ্ধবের সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝালেন মোদী,উস্কে দিল জল্পনা কেমন হল মাধ্যমিকে পাঠভবনের ফল? কলকাতার নামী স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কী বলছেন 'গল্পের এই ট্র্যাকে সূর্যর আর ফেরার নেই', অনুরাগের ছোঁয়া থেকে বাদ দিব্যজ্যোতি? পদ্মার ইলিশ নাগালের বাইরে! এবার পুকুরেই চাষ হবে বাঙালির প্রিয় মাছ ক্ষত্রিয় বিতর্কের মধ্যেই ‘জাতির স্বার্থে’ মোদীকে সমর্থন ৪৫টি রাজপরিবারের

Latest IPL News

রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR বুমরাহের বিষাক্ত ইয়র্কারে ছানাবড়া বেঙ্কি-স্টার্করা, ওয়াংখেড়েতে ৫০ উইকেটের নজির হেড না টেল! ক্যামেরায় দেখাল না MI vs KKR ম্যাচের টসের রেজাল্ট, শুরু হল বিতর্ক ‘একটু বিশ্রাম দরকার’, ৩টে ছবি করে ক্লান্ত ৬০ ছুঁইছুঁই শাহরুখ! কবে ফিরছেন ফ্লোরে? টিমে রাসেল, ফিরলেন হেতমায়ের, সুযোগ পেলেন গাব্বার নায়ক! দল ঘোষণা করল উইন্ডিজ বয়স ১০৩ বছর! CSK-এর সুপার ফ্যানের জন্য বিশেষ উপহার পাঠালেন মহেন্দ্র সিং ধোনি CSK ছাড়ার আগে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন মুস্তাফিজ, লিখলেন আবেগপ্রবণ বার্তা এখানে যে কেউ সেঞ্চুরি করতে পারে, IPL কি তবে ফাটকা? রোহিতের উত্তরে বিতর্কের গন্ধ দলে ফিরতে ছেড়েছিলেন রসমালাই,বিরিয়ানি! কীভাবে ৪ মাসে ১৬ কেজি ওজন কমালেন ঋষভ পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.