বাংলার প্রতিটি জেলায় আজ এবং আগামিকাল হালকা বৃষ্টি হতে পারে। এরই মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ে গতকাল তুষারপাত হয়েছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাসের জেরে বাংলায় তাপমাত্রা কিছুটা বাড়বে। কমতে পারে শীতের অনুভূতি। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা গরম হাওয়ার জেরে আবহাওয়ায় এই পরিবর্তন আসবে। এর মাঝেও গতকাল উত্তরকে পারদের দিক দিয়ে ভালোই টেক্কা দিল দক্ষিণ। গতকাল আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, গতকাল অশোকনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, এদিকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। (আরও পড়ুন: মাঘের শুরুতেই ঝঞ্ঝা কাঁটায় বৃষ্টির পূর্বাভাস বাংলায়, আজ ভিজবে কোন কোন জেলা?)
আরও পড়ুন: এবছর কত ভক্ত এলেন গঙ্গাসাগরে? তীর্থযাত্রীরা ফিরতেই সাফাই অভিযানে খোদ মন্ত্রীরা
এদিকে গতকাল কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শিলিগুড়িতে গতকাল সর্বনিম্ন তামাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে পুরুলিয়াতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এদিকে দার্জিলিঙে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এদিকে গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শান্তিনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরের কোচবিহারে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ছিল, ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস এবং মালদার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। (আরও পড়ুন: মমতার শাড়ির দাম নিয়ে প্রশ্ন সুকান্তর, কথা উঠল মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে)
আরও পড়ুন: বড় ঘোষণা মমতার, সরকার এবার পাড়াতেই, কী পরিষেবা মিলবে এতে? প্রকল্প চলবে ক'দিন?
এছাড়া গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। এদিকে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের সর্নবিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। এদিকে আজ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।
আরও পড়ুন: ৪৯১৭% বেশি লাভ! বাজেটের মাসে এক ধাক্কায় ১০ টাকা পর্যন্ত দাম কমতে পারে পেট্রোলের
এদিকে হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, তিলোত্তমায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ১৮ তারিখ সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি হতে পারে এবং ১৯ তারিখ তা আরও কিছুটা বেড়ে ১৭ ডিগ্রির গণ্ডি পার করতে পারে। এরপর ২০ এবং ২১ জানুয়ারি শহরের সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ২২ জানুয়ারিও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২৩ তারিখ কলকাতার সর্বনিম্ন পারদ কিছুটা নেমে ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে এই ক'দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।