রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনে প্রায় সব জায়গা থেকেই অশান্তি ও ভোটলুঠের খবর পাওয়া গিয়েছে। বাদ যায়নি বারাসত পুরসভাও। সেখানে ১০ নম্বর ওয়ার্ডের ২৩১ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেছে সিপিএম। এমনকী সিপিএম এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগও তুলেছে সিপিএম।
সিপিএমের দাবি, ওই বুথে তৃণমূল ভুয়ো ভোটার এনে ছাপ্পা ভোট করাচ্ছে। বুথের পিছনে জমায়েত করে রয়েছে তৃণমূলি গুন্ডারা। বুথ জ্যাম করে ভোটারদের ভয় দেখাচ্ছে তারা। এমনকী সিপিএমের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও দাবি তাদের।
ঘটনাস্থলে কোনও পুলিশকর্মীর দেখা পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, উত্তেজনা ছড়াতে এই ধরণের অভিযোগ করছে সিপিএম।
বলে রাখি, ১০৮ পুরসভার ভোটগ্রহণে প্রায় সব জায়গা থেকেই পাওয়া গিয়েছে অশান্তির খবর। প্রায় সব ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির দাবি, ভোটের নামে প্রহসন চলছে। পুরসভাগুলি জবরদখল করতে তৃণমূলের সঙ্গে একযোগে কাজ করছে পুলিশ।