বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে একটি ঘূর্ণাবর্ত। তবে ত... more
বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে একটি ঘূর্ণাবর্ত। তবে তার প্রভাব পড়বে না বঙ্গে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে বৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবর্তের জেরে। হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী পাঁচদিন রাজ্যে আবহওয়া মূলত শুষ্ক থাকবে।
1/5হাওয়া অফিস জানিয়েছে, বাংলা সংলগ্ন সাগরে কোনও ঘূর্ণাবর্ত নেই আপাতত। আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে সামান্য বৃষ্টি হতে পারে। (AP)
2/5আগামী কয়েকদিন কলকাতায় রাত এবং ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্র ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। (AP)
3/5সকালের দিকে শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তেজ। এই আবহে হাওয়া অফিস জানিয়ে দেয়, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় পুরোদমে শীত পড়তে এখনও অনেক দেরি। (AP)
4/5এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই। তবে নিম্নচাপ শক্তিশালী হলে বাংলায় তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (AP)
5/5মঙ্গলবার দক্ষিণবঙ্গে দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার ক্ষেত্রে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির চেয়ে কম হওয়ার সম্ভাবনা নেই এখনই। (AP)