স্বস্তির বৃষ্টিতে অস্বস্তির খবর। ধাপা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল দুই মহিলার। শুক্রবার বিকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে গুরুতর আহত হন ওই দুই মহিলা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি হাসপাতালে ভর্তি।
মৃত দুই মহিলার নাম কাজলা নস্কর (৫৮) ও পলানি মণ্ডল (২৪)। সন্ন্যাসী মণ্ডল নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন. দুপুরে কয়েকজন মহিলার সঙ্গে ধাপায় কাগজ কুড়ানোর কাজ করছিলেন সোনারপুরের বাসিন্দা ওই দুই মহিলা। সেই সময় হঠাৎ আকাশ কালো করে আসে। শুরু হয় বৃষ্টি ও মুহুর্মুহ বজ্রপাত। সেই সময় মাঠেও বাজ পড়ে। আহত হন তিন জন। তাঁদের তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
দীর্ঘ দাবদাহের পর শুক্রবার বিকাল তিনটে নাগাদ শহর জুড়ে বৃষ্টি শুরু হয়। তীব্র গরম থেকে মুক্তি পায় শহরবাসী। তারই মধ্যে খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু হল দু'জনের। ঝোড়ো হাওয়ায় বেশ কয়েকটি গাছ উপড়ে যাওয়ার খবর এসেছে।
(পড়তে পারেন। ভয়াল কেউটের সঙ্গে রাত কাটালেন ট্রেন যাত্রীরা, তিস্তা–তোর্সা এক্সপ্রেসে মিলল সাপ)
এর আগে ২০১৯ সালে শহর কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। স্ত্রী-মেয়েকে নিয়ে ভিক্টোরিয়ায় ঘুরতে এসে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে পড়েন। গাছের তলায় আশ্রয় নিতে গিয়ে হয় বিপত্তি। মাথায় বাজ পড়ে মৃত্যু হয় দমদমের বাসিন্দা সুবীর পালের। তাঁর স্ত্রী ও মেয়ে অক্ষত ছিলেন৷
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)