বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বেলেঘাটা ID-র স্টাফ কোয়ার্টারে করোনা আক্রান্ত করোনাযোদ্ধাদের পরিবারের ৭ সদস্য
করোনা আক্রান্ত হলে বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনের ৭ জন বাসিন্দা। বৃহস্পতিবার তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার বেলেঘাটা থানার ওসি ও তাঁর পরিবারের ৬ সদস্য করোনা আক্রান্ত বলে জানা গিয়েছিল। তার পর এদিনের খবরে বেলাঘাটা নিয়ে স্বাস্থ্য দফতরের উদ্বেগ বেড়েছে।
এদিন যাঁদের করোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল। বেলেঘাটা আইডি হাসপাতাল কলকাতায় করোনা চিকিৎসার অন্যতম ঘাঁটি। সেখানেই রয়েছে ICMR-এর গবেষণাগার।
বলে রাখি, বুধবার জানা যায় বেলাঘাটা থানার ওসি সহ তাঁর পরিবারের ৭ সদস্য করোনা আক্রান্ত। জানা গিয়েছে, চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওসির স্ত্রী। সেখানে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। সেখান থেকে আক্রান্ত হয় গোটা পরিবার।
বাংলার মুখ খবর