বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিশ্ব বাণিজ্য সম্মেলনের আগেই ছোট শিল্প নিগমের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আলাপন

বিশ্ব বাণিজ্য সম্মেলনের আগেই ছোট শিল্প নিগমের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আলাপন

 আলাপন বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি)

বিধায়ক সৌমেন মহাপাত্রকে গত অগস্ট মাসে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিল সরকার। তবে মন্ত্রিসভা থেকে সরানো হলেও এতদিন এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছিল সৌমেনকে। এবার থেকে এই দায়িত্ব সামলাবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 

আগামী মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। তা নিয়ে রাজ্য সরকারের প্রস্তুতি প্রায় শেষ পর্বে। তার আগে ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানের পদের রদবদল করল সরকার। এতদিন পর্যন্ত এই সংস্থার চেয়ারম্যান ছিলেন তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। আর এবার সেই জায়গায় আনা হল রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। গত শুক্রবার এই মর্মে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন: আইপিএস–আইএএসদের বদলির নিয়ম কি?‌ বাংলায় ঘটেছে একাধিক ঘটনা

বিধায়ক সৌমেন মহাপাত্রকে গত অগস্ট মাসে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিল সরকার। তবে মন্ত্রিসভা থেকে সরানো হলেও এতদিন এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছিল সৌমেনকে। এবার থেকে এই দায়িত্ব সামলাবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজ্যের তথ্যপ্রযুক্তি সংস্থা ওয়েবেল এবং রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যানের পদে রয়েছেন তিনি। সেই সঙ্গে এবার ছোট শিল্প নিগমের চেয়ারম্যানের দায়িত্বও সামলাতে হবে তাঁকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বরে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন। সেই সময় আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর সফর সঙ্গী ছিলেন। সফর চলাকালীন বেশ কিছু শিল্প সংস্থার সঙ্গে আলাপন আলোচনা করেছিলেন। তখন থেকেই অনুমান করা হচ্ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়কে শিল্প আনতে ব্যবহার করতে পারে রাজ্য সরকার। অবশেষে সেই জল্পনা সত্যি করেই আলাপনকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার।

২০২১ সালের ১ জুলাই মাসে রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে অবসর নিয়েছিলেন আলাপন। তবে সেই সময় তাঁর সময় কাল আরও ৩ মাস বাড়িয়েছিল রাজ্য সরকার।  তা নিয়ে বিতর্ক তৈরি হয়। মামলা গড়ায় আদালতে। এছাড়া ২০২১ সালের মে মাসে যশ ঘূর্ণিঝড়ে যখন রাজ্যের বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়েছিল সেই সময় রাজ্যে পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তখন মুখ্য সচিব থাকা সত্ত্বেও আলাপন বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীর সফরে যোগ দেননি। তা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে সহজ করেছিল কেন্দ্রীয় সরকার। তবে সেই সময় থেকে তার পাশেই ছিল রাজ্য সরকার। তাই অবসরের পর তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আর এবার সেই সঙ্গে দায়িত্ব দেওয়া হল ছোট শিল্প নিগমের।  

বন্ধ করুন