বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নার্সের, শাস্তির দাবিতে বিক্ষোভ নার্সদের

চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নার্সের, শাস্তির দাবিতে বিক্ষোভ নার্সদের

নার্সের শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, শাস্তির দাবিতে বিক্ষোভ নার্সদের। প্রতীকী ছবি। (প্রতীকী ছবি)

গত ২৩ শে মার্চ অপারেশন থিয়েটারে ঢোকার আগে রাজেশ বিশ্বাস নামে এক চিকিৎসক তার গায়ে হাত দিয়ে অশ্লীল ইঙ্গিত করেন। 

এক নার্সের শ্লীলতাহানীর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল লেডি ডাফরিন হাসপাতলে। এর প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখায় নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি। হাসপাতালেরই এক চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন নার্সরা। তাদের দাবি, অবিলম্বে চিকিৎসককে গ্রেফতার করতে হবে। সেই দাবিতে শনিবার দীর্ঘক্ষণ হাসপাতালের মধ্যেই চলে নার্সদের বিক্ষোভ। যার জেরে হাসপাতালের চিকিৎসা পরিষেবা বেশ কিছুক্ষণ ব্যাহত হয়।

নির্যাতিতা নার্সের অভিযোগ, গত ২৩ শে মার্চ অপারেশন থিয়েটারে ঢোকার আগে রাজেশ বিশ্বাস নামে এক চিকিৎসক তার গায়ে হাত দিয়ে অশ্লীল ইঙ্গিত করেন। এমনকি তার রাস্তা আটকানোর চেষ্টা করেন। চিকিসৎকের বিরুদ্ধে দুর্ব্যবহার করারও অভিযোগ তুলেছেন ওই নার্স। ঘটনায় মুচিপাড়া থানায় চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন তিনি।

বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়ে ওঠে নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি। শনিবার হাসপাতালের ভিতর দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, কিছুদিন আগেই ওই চিকিৎসকের বিরুদ্ধে সরকারি হাসপাতালেও অস্ত্রোপচারের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। তাদের অভিযোগ, এখন ওই চিকিৎসককে বাঁচানোর চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দোষীকে উপযুক্ত শাস্তি পেতে হবে বলেই দাবি জানিয়েছেন নার্সেস ইউনিটির ভাস্বতী মুখোপাধ্যায়।

বন্ধ করুন