বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > College Service Commission: কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের দাবি প্রার্থীদের

College Service Commission: কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের দাবি প্রার্থীদের

কলেজ সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির অভিযোগ। প্রতীকী ছবি।

প্রার্থীদের অভিযোগ, এসএসসির মতো সিএসসিতে মেধাতালিকা বহির্ভূত প্রার্থীদের নিয়োগ করেছে কলেজ সার্ভিস কমিশন। যার ফলে কম যোগ্যতা থাকা প্রার্থীরা চাকরি পেয়েছেন এবং যোগ্য প্রার্থীর বঞ্চিত হয়েছেন। সে ক্ষেত্রে নেতা-মন্ত্রী, প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন মেধাতালিকাভুক্ত প্রার্থীরা।

এসএসসি, টেট দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। এরইমধ্যে এবার কলেজ সার্ভিস কমিশন বা সিএসসিতেও নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। এই অভিযোগে কলেজ সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির পর্দা ফাঁস করতে সিবিআই তদন্তের দাবি উঠল। ২০১৮ সিএসসি এমপ্যানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেশনের পক্ষ থেকে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।

প্রার্থীদের অভিযোগ, এসএসসির মতো মেধাতালিকা বহির্ভূত প্রার্থীদের নিয়োগ করেছে কলেজ সার্ভিস কমিশন। যার ফলে কম যোগ্যতা থাকা প্রার্থীরা চাকরি পেয়েছেন এবং যোগ্য প্রার্থীর বঞ্চিত হয়েছেন। সে ক্ষেত্রে নেতা-মন্ত্রী, প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন মেধাতালিকাভুক্ত প্রার্থীরা। এমনই অভিযোগ জানিয়ে মেধা তালিকাভুক্ত প্রার্থী ক্ষুদিরাম চক্রবর্তী অভিযোগ করে বলেন, কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ইন্টারভিউয়ে বেশি নম্বর দিয়ে চাকরি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু, কমিশন এখনও তা প্রকাশ করেনি। ফলে তারা কোন কলেজে চাকরি পেয়েছেন? কত নম্বর পেয়েছেন? তা এখনও জানা যাচ্ছে না। অঙ্ক বিষয়ের প্রার্থী পলাশ মণ্ডলের অভিযোগ, অঙ্ক এবং সাঁওতালি বিষয়ে কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগ করা হয়েছে।

গতকাল সাংবাদিক বৈঠকে কলেজ সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির কথা তুলে ধরতে গিয়ে বিনয় কৃষ্ণ পাল নামে এক প্রার্থী তৃণমূল বিধায়ক সমীর পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, ‘তৃণমূল বিধায়ক নিজের জামাইকে চাকরি করিয়ে দিয়েছেন। এর পাশাপাশি আরও এক তৃণমূল নেতা নিজের ভাইপোকে সংরক্ষিত ক্যাটাগরিতে চাকরি করিয়ে দিয়েছেন। যদিও তিনি অসংরক্ষিত ক্যাটাগরিভুক্ত ছিলেন।’ প্রার্থীদের দাবি, এসএসসি এবং টেটের মতো কলেজ সার্ভিস কমিশনে যথাযথ বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত হলে দুর্নীতির পর্দা ফাঁস হবে। যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের শাস্তির দাবি জানিয়েছেন প্রার্থীরা।

বন্ধ করুন