২৪ ঘণ্টার মধ্যে প্রাক্তনীদের হস্টেল খালি করে দিতে হবে। অবিলম্বে এই নিয়ে পদক্ষেপ করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। মঙ্গলবার এক মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছেন, কর্তৃপক্ষকে হস্টেলের প্রতিটি রুমে গিয়ে প্রাক্তনীদের এই ঘর খালি করে দেওয়ার কথা বলতে হবে।
গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে এক ছাত্র নীচে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পর ১৩ জনকে গ্রেফতারও করে পুলিশ। এদের মধ্যে অনেকেই প্রাক্তনী। এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। সেই মামলার শুনানিতে মঙ্গলবার হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
(পড়তে পারেন। যাদবপুরে ইউজিসির প্রতিনিধিদল, ‘রিপোর্টে অসন্তুষ্ট বলে পরিদর্শনে এসেছে এমনটা নয়’, বলছেন উপাচার্য)
প্রসঙ্গত, সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে ইউজিসির প্রতিনিধি দল। বেলা ১১ টা নাগাদ ইউজিসির ৪ সদস্যের প্রতিনিধি দল ক্যাম্পাসে প্রবেশ করে। এই প্রতিনিধিদলের ক্যাম্পাসে পা রাখা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে। উপাচার্য বলেন,'ইউজিসি আমাদের রিপোর্টে অসন্তুষ্ট বলে বিশ্ববিদ্যালয়ে এসেছে প্রতিনিধি দল, বিষয়টি তেমন নয়। এখানে হয়তো ওঁদের কারোর কারোর সঙ্গে দেখা করার আছে, কথা বলার আছে, তাই ওঁরা এসেছেন।' তিনি বলছেন, ‘ইউজিসি কী করতে এসেছে, তাঁরাই জানেন, আমাদের কিছু স্পষ্ট করে বলা হয়নি।’