গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু হতেই একাধিক বাসরুটের দৈনিক আয় প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (গ্রিন লাইন) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে রুট পরিবর্তনের ভাবনাচিন্তা করছে তিনটি বেসরকারি বাস। যে বাসগুলি গঙ্গা পেরিয়ে হাওড়া থেকে কলকাতার (ধর্মতলা ও পার্কস্ট্রিট চত্বরে) মধ্যে যাতায়াত করে থাকে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেন ৫২ নম্বর রুট, ‘সি’ রুট এবং ৫৮ নম্বর রুটের বাসের অপারেটররা। যত তাড়াতাড়ি মেট্রো গন্তব্যে পৌঁছে দেবে, সেটার সঙ্গে পাল্লা দেওয়া যে অসম্ভব, সেটা মেনে নিয়েই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য রুট পরিবর্তনের বিষয়ে আলোচনা করেছেন তাঁরা। সূত্রের খবর, সম্পূর্ণ রুট পালটে দেওয়া হবে না। এখন যে রুটে বাস চলাচল করে, সেটা আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। অর্থাৎ যেখানে মেট্রো পৌঁছাতে পারছে না, সেখানে যাত্রীদের পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
৫২ নম্বর রুটের বাসের প্রস্তাবিত যাত্রাপথ
আপাতত রামরাজাতলা থেকে ধর্মতলা পর্যন্ত চলাচল করে শতাব্দীপ্রাচীন বাস। প্রস্তাবিত রুট অনুযায়ী, সাঁতরাগাছি থেকে রাজাবাজার সায়েন্স কলেজ পর্যন্ত সেই বাস চালানো হতে পারে। সেক্ষেত্রে যেখানে মেট্রোর সংযোগ নেই, সেই রাস্তা দিয়ে বাড়তি কিছুটা চললে যাত্রীর সংখ্যা কিছুটা বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
যদিও এসপ্ল্যানেড এবং শিয়ালদার মধ্যেও মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গেলে তখন রাজাবাজার সায়েন্স কলেজ পর্যন্ত বাস চালিয়েও কতটা যাত্রী মিলবে, তা নিয়ে ধন্দ আছে। কারণ শিয়ালদা মেট্রো স্টেশন থেকে রাজাবাজার সায়েন্স কলেজ বেশিদূরে নয়। সেই পরিস্থিতিতে সাময়িকভাবে বাসরুটের পরিবর্তন না করে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বিকল্প কী হবে, সেটা নিয়ে ভাবনাচিন্তা করার পক্ষে সওয়াল করেছেন অনেকে।
‘সি’ রুটের বাসের প্রস্তাবিত যাত্রাপথ
বর্তমানে হাওড়া থেকে পার্কস্ট্রিটের মধ্যে ‘সি’ রুটের বাস চলাচল করে। মেট্রোর সঙ্গে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দু'প্রান্তেই বাসের রুট বাড়ানো হতে পারে। হাওড়ার পরিবর্তন হাওড়া ময়দান থেকে ছাড়া হতে পারে ‘সি’ রুটের বাস। আর অন্যদিকে খিদিরপুর পর্যন্ত বাসটা নিয়ে যাওয়া হতে পারে। প্রয়োজনে তপসিয়া বা মহেশতলা পর্যন্তও ‘সি’ রুটের বাস চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
৫৪ নম্বর রুটের বাসের প্রস্তাবিত যাত্রাপথ
বর্তমানে বালিখাল থেকে ধর্মতলা পর্যন্ত চলে ৫৪ নম্বর রুটের বাস। প্রস্তাবিত রুট অনুযায়ী, ধর্মতলায় থেমে না গিয়ে বিএনআর পর্যন্ত সেই বাস চালানো হতে পারে।