শুভেন্দু অধিকারীর 'কুকথা' নিয়ে ভিডিয়ো প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় কার সম্পর্কে কী বিশেষণ ব্যবহার করেছেন বিরোধী দলনেতা, তা নিয়ে তৈরি এই দু মিনিটের ভিডিয়ো।
ভিডিয়োটি এক্সে পোস্ট করে অভিষেক লিখেছেন,'দু-মিনিটের এই ভিডিয়োটি দেখুন। সাক্ষী হোন, কী ভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে।' এর পর তিনি আদালতের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে দিয়ে তিনি লিখছেন, 'অনেক আবেদনের পরেও কলকাতা হাই কোর্ট এই ব্যক্তিকে (শুভেন্দু) রক্ষাকবচ দিয়ে রেখেছে।’
আরও পড়ুন। যে সব জায়গায় জনবিন্যাস বদলে গিয়েছে সেখানে নিয়মিত ধর্ষণ করা হয় হিন্দু মেয়েদের'
আরও পড়ুন। সন্দেশখালিতে জনরোষের মুখে শাহজাহান ঘনিষ্ঠ TMC নেতা, ভাঙচুর হল বাড়ি
সন্দেশখালিতে শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংয়ের উদ্দেশ্যে 'খলিস্তানি' মন্তব্য পর শুভেন্দুকে নিশানা করে এই পোস্ট বলে মনে করা হচ্ছে। তিনি এই পোস্ট করে বোঝাতে চেয়েছেন বিরোধী দলনেতার এই মন্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিক ভাবেই তিনি এমন 'কুকথা' বলে আসছেন।
সম্প্রতি রাহুল গান্ধীকে নিয়ে করা তাঁর মন্তব্যে ব্যবহৃত শব্দ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। যদি শুভেন্দু সেই শব্দটিকে অশ্লীল বলতে রাজি হননি। তাঁর দাবি, চলতি বাংলা ভাষায় প্রায়শই শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে। সেই মন্তব্য রয়েছে ভিডিয়োটিতে। এরকমই বেশ কিছু মন্তব্য নিয়ে কোলাজটি করা হয়েছে।
আরও পড়ুন। ভাঙড়ে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত নওশাদের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে
আরও পডুন। সন্দেশখালির পরিস্থিতি বুঝতে জেলাশাসক ও পুলিশকর্তাদের সঙ্গে তড়িঘড়ি কমিশনের বৈঠক
সন্দেশখালি নিয়ে বিজেপির তথ্যচিত্র
প্রসঙ্গত, সন্দেশখালি নিয়ে একটি তথ্যচিত্র করেছে বিজেপি। ২০ মিনিটের এই তথ্যচিত্রের মাধ্যমে গেরুয়া শিবির বোঝাতে চেয়ে 'সত্যিটাকে' আড়াল করতে চাইছে তৃণমূল সরকার। সেই আবহে, অভিষেকে ২ মিনিটের ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক।
আরও পড়ুন। শাহজাহানকে এনকাউন্টার করে দিতে পারে ওরা, উদ্বিগ্ন সিপিএম নেতা সেলিম
আরও পডুন। জাতীয় সংগীতেও পঞ্জাব আছে, পঞ্জাবিদের আঘাত নয়, খলিস্তানি নিয়ে সাফ কথা রাজ্যপালের