মমতা ও অভিষেকের যোগের তথ্যপ্রমাণ রয়েছে, এমন সব নথি দখলে নিয়ে শেখ শাহজাহান এনকাউন্টার করে দিতে পারে রাজ্য পুলিশ। এমনই আশঙ্কার কথা জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। তিনি বলেন, তৃণমূলের লোকেদের এটা বোঝা উচিত, মমতার একমাত্র লক্ষ্য ভাইপোকে রক্ষা করা।
আরও পড়ুন: সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে নয়া মামলা, কলকাতার আশেপাশে ৬ জায়গায় হানা ইডির
সেলিমের দাবি, ‘শাহজাহানের সঙ্গে অভিষেকের যোগাযোগের প্রমাণ কী করে নষ্ট করা যায় তা নিয়ে পুলিশের সঙ্গে মমতার আলোচনা চলছে। শাহজাহান তো পুলিশ ও রাজ্য সরকারের অতিথি হয়ে সরকারি অতিথিশালায় রয়েছেন। যাবতীয় নথি হাতে চলে এলেই শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে বলে ঘোষণা করা হবে। বা হতে পারে শাহজাহানকে এনকাউন্টার করে দিল। তৃণমূল নেতাদের বোঝা উচিত, ভাইপোকে বাঁচানোই একমাত্র লক্ষ্য মমতার।’
গত ৫ জানুয়ারি সন্দেশখালি ১ নম্বর ব্লকের আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তার পর থেকে নিখোঁজ তৃণমূলের এই গুন্ডা। শাহজাহানের বিরুদ্ধে ইডি অভিযোগ জানানোর পর দেড় মাস কাটতে চললেও তাকে গ্রেফতার করতে পারেনি রাজ্য পুলিশ। উলটে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুর শোনা গিয়েছে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়।
আরও পড়ুন: হোটেলে চলছিল মধুচক্র, হানা দিয়ে ২ নাবালিকাসহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ
এরই মধ্যে শেখ শাহজাহানের অনুগামী উত্তম সরদার ও শিবু হাজরার বিরুদ্ধে লাগাতার গণধর্ষণের অভিযোগ তোলেন বেশ কয়েকজন গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতে উত্তম ও শিবু গ্রেফতার হলেও শাহজাহানের টিকির পাত্তা পায়নি পুলিশ। ওদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, শাহজাহানকে পুলিশ ধরতে না পারলে তাকে আদালতে হাজিরা দেওয়া নির্দেশ দেবেন তিনি।