শুধু সন্দেশখালি নয়, রাজ্যে যে সব জায়গায় জনবিন্যাস বদলে গিয়েছে সেখানে নিয়মিত ধর্ষণ করা হয় হিন্দু মেয়েদের। এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, সন্দেশখালিতে মানবাধিকার পুরোদমে ধর্ষিত হয়েছে।
আরও পড়ুন: সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে নয়া মামলা, কলকাতার আশেপাশে ৬ জায়গায় হানা ইডির
সুকান্তবাবু বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সবার সঙ্গে কথা বলুন। তার পর ওখানকার মহিলাদের সঙ্গে যে অত্যাচর হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে জানান। সন্দেশখালিতে মানবাধিকার পুরোদমে ধর্ষিত হয়েছে। বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে। মহিলারা বলছেন, কেউ কোনও প্রতিবাদ করলে তাকে মোটা কোদালের বাট দিয়ে পেটানো হত। ২২ তারিখে রাম মন্দির উদ্বোধনের দিন হিন্দুরা উজ্জাপন করতে গিয়েছিল। উজ্জাপন করতে দেওয়া হয়নি। হিন্দুদের কি ধর্মীয় অধিকার নেই পশ্চিমবঙ্গে? আমাদের তিনটে অফিস এখনো বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে গণতন্ত্র বলেন? এটাকে গণতন্ত্র বলা উচিত’?
সুকান্তবাবুর দাবি, ‘উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় এই ধরণের ঘটনা ঘটেছে। জনবিন্যাস যেখানে যেখানে বদলে গিয়েছে সেই সব জায়গায় হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয় নিয়মিত। আমরা গোটা বাংলার মা - বোনেদের বলতে চাই আপনারা নজর রাখুন। সন্দেশখালি হয়তো আজ আপনার বাড়ি থেকে দূরে আছে, আগামীকাল আপনার বাড়ির পাশে সন্দেশখালি হতে পারে’।
আরও পড়ুন: হোটেলে চলছিল মধুচক্র, হানা দিয়ে ২ নাবালিকাসহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ
এদিন সুকান্তবাবু ফের দাবি করেন, ‘পুলিশ জানে শেখ শাহজাহান কোথায় আছে। মুখ্যমন্ত্রী পঞ্জিকা দেখে তারিখ ঠিক করছেন। আমার আপনার পঞ্জিকার সঙ্গে মুখ্যমন্ত্রীর পঞ্জিকা মিলবে না।’ এদিন সুকান্তবাবু বলেন, ১ ও ২ মে রাজ্যে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের ৬ মে পশ্চিমবঙ্গে আসবেন তিনি।