গোটা বিশ্বের কাছে দেশের নাম উজ্জ্বল করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও গবেষকরা। বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আমেরিকার ক্য়ালিফোর্নিয়ার এই বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের তরফে বিশ্বের তাবড় বিখ্য়াত সব বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করা হয়েছিল। আর তাতে যে সব নাম উঠে এসেছে তা চমকে দেওয়ার মতো। সব থেকে বড় কথা বাংলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩জন অধ্য়াপক সহ ৬জন গবেষক ও বিজ্ঞানীর নাম ওই তালিকায় যুক্ত হয়েছে।যাঁদের নাম ওই তালিকায় রয়েছে তাঁরা হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্য়াপক শঙ্কর কুমার রায়, অধ্য়াপক মধুমঙ্গল পাল, ডঃ গণেশ গড়াই রয়েছেন এই তালিকায়।
এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের সহকারি অধ্য়াপক ডঃ শোভন সামন্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক ডঃ চিরঞ্জীব জানা, গবেষক ডঃ তপন সেনাপতির নাম ওই তালিকায় রয়েছে।
তবে এবারই তাঁরা প্রথমবার এই তালিকায় নাম তুলেছেন এমনটা নয়। এর আগেও তাঁদের অনেকে একাধিকবার তাঁদের নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। কার্যত বার বারই তাঁরা দেশের তথা বাংলার নাম উজ্জ্বল করেছেন। তাঁদের মেধা, তাঁদের গবেষণা, তাঁদের এই জায়গায় স্থান দিয়েছে।
বিশ্বের বিজ্ঞানীদের মধ্য়ে থেকে সবথেকে সেরা বিজ্ঞানীদের বেছে নেওয়া হয় এই তালিকায়। অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এই তালিকা করা হয়। আর সেই তালিকায় একেবারে পরপর রয়েছে বাঙালি বিজ্ঞানীদের নাম। নিজ ক্ষেত্রে দিকপাল তাঁরা। গণিতের মতো বিষয়ের উপর গবেষণা করেছেন তাঁরা। আর সেই গবেষণায় একেবারে গোটা বিশ্বের বিজ্ঞানীদের সঙ্গে পাল্লা দিয়ে তাঁরা উজ্জ্বল তালিকায় স্থান করে নিয়েছেন।
আন্তর্জাতিক সংস্থা রিসার্ট ডট কমের তরফে বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে সমীক্ষা করা হয়েছিল। আর সেই সমীক্ষায় উঠে এসেছে একেবারে চমকপ্রদ তথ্য। সেখানে সারা দেশে একাদশতম স্থানে রয়েছেন অধ্য়াপক মধুমঙ্গল পাল। গোটা বিশ্বের তাঁর স্থান ১৩৮৯ত স্থানে রয়েছেন তিনি।