বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > যাদবপুর কাণ্ডে NIA চেয়ে হাইকোর্টে বিজেপি, মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ

যাদবপুর কাণ্ডে NIA চেয়ে হাইকোর্টে বিজেপি, মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ

যাদবপুর নিয়ে কলকাতা হাইকোর্টে বিজেপি।

সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে যাদবপুরের কয়েকজন ছাত্র নিজেদের মাওবাদী বলে দাবি করে বলে অভিযোগ। এমনকী তারা বিরোধী দলনেতার সামনেই ‘ইনকালাবি’ স্লোগান দেয়। তা নিয়ে যাদবপুরের বিজেপি মোর্চার একটি অনুষ্ঠান থেকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। তাদের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাওবাদী কার্যকলাপ চলে। তাই অবিলম্বে এই ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজন। সোমবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানান রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। তাঁর হয়ে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে এ বিষয়ে জনস্বার্থ মামলা করার আবেদন জানান। আদালত এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: ‘CCTV বসিয়ে লাভ নেই, সুস্থমানের চিন্তা দরকার', বলছেন যাদবপুরের নয়া উপাচার্য

সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে যাদবপুরের কয়েকজন ছাত্র নিজেদের মাওবাদী বলে দাবি করে বলে অভিযোগ। এমনকী তারা বিরোধী দলনেতার সামনেই ‘ইনকালাবি’ স্লোগান দেয়। তা নিয়ে যাদবপুরের বিজেপি মোর্চার একটি অনুষ্ঠান থেকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে তিনি রাজ্য সরকার কটাক্ষ করে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যে মাওবাদী শক্তি প্রতিপালিত হচ্ছে। আবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ যাদবপুর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এইসব সমাজ বিরোধীদের মাথা থেঁতো করে দেওয়া উচিত। কাশ্মীরের প্রসঙ্গ তুলে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠান্ডা করার পরামর্শ দিয়েছেন। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে মামলা দায়ের করার অনুমতি চান রাজর্ষি লাহিড়ী। আইনজীবী আদালতে অভিযোগ করেন, বিরোধী দলনেতার সামনে যাদবপুরের ছাত্ররা নিজেদের মাওবাদী বলে দাবি করেছে। এই বিশ্ববিদ্যালয়ে মাওবাদী কার্যক্রম চলছে। তাই অবিলম্বে এই ঘটনায় এনআইএ কে দিয়ে তদন্ত করার প্রয়োজন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।

প্রসঙ্গত, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক প্রাক্তনী। তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন পাশাপাশি। এনআইএকে যুক্ত করারও আবেদন জানিয়েছেন। এরপরে তৃণমূলের তরফে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলাটি দায়ের করেন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। তিনি মূলত সিসিটিভি বসানোর দাবি জানান। তবে সর্বপ্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত র‍্যাগিং রুখতে ইউজিসির নিয়ম কার্যকর করার দাবিতে মামলা করেছিলেন। বিজেপির মামলা ধরে এই ঘটনায় মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের হল। বিজেপি তদন্তের পাশাপাশি ইউজিসির নিয়ম যাতে মেনে চলা হয় সে বিষয়ে আবেদন জানিয়েছেন।

 

বাংলার মুখ খবর

Latest News

প্রায় ১২,০০০ পদে নিয়োগ RRB NTPC-তে! কতদিন আবেদন চলবে? ফি, বেতন কত? রইল বয়সসীমাও 'আদানি যোগ' থাকা ২৬০০ কোটি বাজেয়াপ্ত সুইস ব্যাঙ্ক থেকে? বিস্ফোরক হিন্ডেনবার্গ যোগীর রাজ্যে লজ্জার রেকর্ড, পাঁচ দিনের টেস্টে খেলা হল না এক বলও…৯১ বছরে প্রথমবার 'এক মঞ্চে থাকব না, গঙ্গার সব জল দিয়েও লেডি ম্যাকবেথের হাতের নোংরা যাবে না' ISL Live Streaming: কখন, কোথায়, কীভাবে ফ্রিতে দেখবেন মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ এই সূর্যগ্রহণ ৫ রাশির জন্য তৈরি করবে প্রতিকূল পরিস্থিতি, থাকতে হবে খুব সতর্ক থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পাওয়া চিকিৎসক পেলেন 'পুরস্কার'! অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায়, বাংলার আরও জেলা ভাসবে নিম্নচাপের জেরে রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিতকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.