বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আসছেন না অমিত শাহ, রাজ্য নেতাদের হতাশায় প্রলেপ দিতে বঙ্গ সফরে নড্ডা

আসছেন না অমিত শাহ, রাজ্য নেতাদের হতাশায় প্রলেপ দিতে বঙ্গ সফরে নড্ডা

জেপি নড্ডা (PTI)

২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তখন ইজেডসিসি অডিটোরিয়ামে দলের দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২০ সালে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। এবার বিজেপি ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ’‌ নামের একটি মঞ্চ তৈরি করে দুর্গাপুজো করতে চলেছে।

হাতে আর একসপ্তাহ সময় বাকি। তারপরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে দুর্গোৎসব। এই আবহে বিজেপির রাজ্য নেতারা চেয়েছিলেন বঙ্গে আসুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জন্য তাঁকে চিঠি পাঠিয়ে আমন্ত্রণও করেছিলেন রাজ্য বিজেপির নেতারা। কিন্তু তাতে সাড়া দিলেন না অমিত শাহ। তিনি দুর্গাপুজোর সময় আসছেন না। তাই তাঁকে কলকাতায় এনে জনসংযোগ করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর সময় কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলে সূত্রের খবর। এতে ক্ষতে খানিকটা প্রলেপ পড়বে বলে মনে করা হচ্ছে।

কবে আসছেন বিজেপি সভাপতি?‌ বিজেপি সূত্রে খবর, সব ঠিক থাকলে মহাষষ্ঠীর দিন জেপি নড্ডা আসতে পারেন শহরে। এখনও পর্যন্ত তেমনই ঠিক রয়েছে। তবে সূচি বদল হলে পরে আসবেন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এই দুর্গাপুজোকে কাজে লাগাতে চায় বিজেপি। ইতিমধ্যেই জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে। বিজেপির সাংসদ–বিধায়কদের নিজের এলাকায় কমপক্ষে ১০০ দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকতে বলা হয়েছে। কলকাতার বড় দুর্গাপুজোর সঙ্গে জড়িত আছেন তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা। সেই তুলনায় বিজেপির প্রভাব নগণ্য। সুতরাং বিজেপি সভাপতি এলে এসবের জবাব দিতে হতে পারে।

কোথায় আসবেন বিজেপি সভাপতি?‌ কলকাতার বড় দুর্গাপুজোতে বিজেপি নেতাদের সক্রিয়তা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। ইজেডসিসি–তে দলের ব্যানারে আর পুজো হচ্ছে না। দলীয় কিছু নেতার উদ্যোগে দুর্গাপুজো করা হচ্ছে ঠিকই। একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর মাথায় আছেন বিজেপি নেতা সজল ঘোষ। বিজেপি সূত্রে খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে সজল ঘোষের দুর্গাপুজোতেই নিয়ে আসতে চলেছে রাজ্য নেতৃত্ব। নড্ডার ঘুরে দেখার কথা উত্তর কলকাতার বেশ কয়েকটি দুর্গাপুজো। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি শহরের কোন পুজোগুলিতে যাবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন:‌ প্রত্যেক জেলায় দুর্গাপুজো কার্নিভালের নির্দেশ, জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

আর কী জানা যাচ্ছে?‌ একুশের বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তখন ইজেডসিসি অডিটোরিয়ামে দলের দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২০ সালের দুর্গাপুজোয় রাজ্যে এসেছিলেন অমিত শাহ। এবারে বিজেপি আর দলীয় ব্যানারে দুর্গাপুজো না করে ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ’‌ নামের একটি মঞ্চ তৈরি করে দুর্গাপুজো করতে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে অমিত শাহকে আনার চেষ্টা হয়েছিল। কিন্তু পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হয়ে যাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না। তাই শাহের পরিবর্তে আসছেন নড্ডা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি পুজো দেখে বাড়ি ফেরা হল না, পিছন থেকে সজোরে ধাক্কা বাসের, মৃত্যু মা-বাবা-মেয়ের এবার ‘গণইস্তফা’ দিলেন কল্যাণী জেএনএমের ৭৭ ডাক্তার, রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট ‘মা দুর্গা পাততাড়ি গুটিয়ে, জলদি পালাচ্ছেন…’, আরজি কর আবহে পুজো নিয়ে শ্রীলেখা আর্শদীপকে টপকে T20I-তে নতুন রেকর্ড গড়লেন রবি বিষ্ণোই, বললেন ছোটখাটো কৃতিত্ব ২০২৪-তে এখনও জয় অধরা ভারতের! তবে শেষ ৪৫ মিনিটে মিলল অনেক ইতিবাচক দিক এবার নয়া কর্মসূচি মেয়েদের ‘‌রাতের মিটিং’‌, শহর থেকে গ্রামে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.