বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌ওনার পার্টির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন’‌, তৃণমূলকে চ্যালেঞ্জ দিলীপের

‘‌ওনার পার্টির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন’‌, তৃণমূলকে চ্যালেঞ্জ দিলীপের

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

এই নির্বাচনে সমর্থন লাভ করতে কলকাতায় এসেছেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আর আজ, মঙ্গলবার তাঁকে তৃণমূল কংগ্রেসের অনেকেই ভোট দেবেন বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। বিজেপি তথা এনডিএ প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে। আর বিরোধীরা একজোট হযে প্রার্থী করেছে যশবন্ত সিনহাকে। এই নির্বাচনে সমর্থন লাভ করতে কলকাতায় এসেছেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আর আজ, মঙ্গলবার তাঁকে তৃণমূল কংগ্রেসের অনেকেই ভোট দেবেন বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌আদিবাসী রাষ্ট্রপতি নিয়ে গোটা দেশে আনন্দ। এখানে দুঃখ। বিবেকানন্দ বলেছিলেন, শূদ্রের উত্থান হলে দেশের উত্থান হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আগে জানলে সমর্থন করতাম। মজার ব্যাপার হল, উনি আগেই প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছেন। ওনার পার্টির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন।’‌

কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ এই বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন পাল্টা কটাক্ষ করে বলেন, ‘বিজেপির আদিবাসী প্রীতির নমুনা দেশ দেখেছে’। দিলীপ ঘোষ জবাবে বলেন, ‘‌মুখ্যমন্ত্রী বলেছেন, দ্রৌপদী মুর্মুর কথা আগে বললে ভেবে দেখতাম। যশবন্ত সিনহাকে এভাবে অপদস্ত করার কী মানে?’‌ এই নির্বাচনের ফলাফল ২১ জুলাই।

আর কী বলছেন মেদিনীপুরের সাংসদ?‌ এদিন তিনি এই প্রসঙ্গে বলেন, ‘‌পার্টির ভাইস প্রেসিডেন্টকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তার মনোনয়নে তিনি নিজেই যাননি। আর দ্রৌপদী মুর্মুর মনোনয়নে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এর থেকে বোঝা যায় কে রাজনীতি করছে। কে সত্যিকারের লড়াই করছে। তৃণমূল কংগ্রেসের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন।’‌

বন্ধ করুন