বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh: ‘‌ভূতে রামনাম ভয় পায়, তৃণমূল কি ভূত?‌’‌ জয় শ্রীরাম স্লোগান নিয়ে অনড় দিলীপ

Dilip Ghosh: ‘‌ভূতে রামনাম ভয় পায়, তৃণমূল কি ভূত?‌’‌ জয় শ্রীরাম স্লোগান নিয়ে অনড় দিলীপ

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

গত ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশনে উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। সেখানে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছতেই বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। যার জেরে কেন্দ্রীয় রেলমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও আর মূল মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী।

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার সময় কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি সাংসদদের সামনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। তাতে তিনি ক্ষুব্ধ হয়ে মঞ্চে না উঠে নীচে বসে থাকেন এবং সেখান থেকেই বক্তব্য রাখেন। পরে এই নিয়ে সাফাই দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিজেপির অন্দরেই এই কাজ ঠিক হয়নি বলেও অনেকে সওয়াল করেন। আর এই নিয়ে বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের নতুন ভবনের ভিতপুজোয় মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে খোঁচা দেন তিনি। আর আজ, সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে পালটা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঈশ্বর দেখে বিজেপি বলে খোঁচা দিয়েছেন অভিষেক। সেটার জবাবে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘‌ভূতে রামনাম ভয় পায়। তৃণমূল কী ভূত হয়ে গিয়েছে? কে কার মধ্যে ঈশ্বর দেখে জানি না। আমরা শুরু থেকেই রাম দেখি। ওরা বা কংগ্রেস বিপদে পড়লে রাম দেখে।’‌ এই ইস্যুতে বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া দলের এমন কাজকে সমর্থন করেননি।

গ্যাসের মূল্যবৃদ্ধি রাম নাম নিলে কমবে কিনা প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। এই বিষয়েও মুখ খোলেন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, ‘‌আমরা জানি যার কোনও রাস্তা নেই, সে রামের নাম করে। রামকে ভয় পাওয়ার কী আছে? রামই তো উদ্ধার করেন।’‌ দিলীপ ঘোষের এই কথায় এখন শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ রামকে নিয়ে যেভাবে তিনি সওয়াল করতে শুরু করেছেন তাতে বাস্তবের সঙ্গে ফারাক রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশনে উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। সেখানে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছতেই বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। যার জেরে কেন্দ্রীয় রেলমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও আর মূল মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মীদের এমন আচরণের প্রতিবাদ করেন দলেরই সাংসদ সুভাষ সরকার। তিনি সকলকে শান্ত হওয়ার কথা বললেও শোনেনি কর্মীরা।

ঠিক কী বলেছিলেন অভিষেক?‌ তিলজলায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবনের ভিতপুজো সেরে অভিষেক বলেন, ‘‌সরকারি মঞ্চে যারা রাজনৈতিক স্লোগান ব্যবহার করে, তার মানেই ধরে নেওয়া যায় তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। কোনও দল দেউলিয়া হয়ে গেলেই এধরনের আচরণ করে থাকে। ২০২১ সালের ২৩ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটল। এটা লজ্জার। কোনও সরকারি অনুষ্ঠানে দেখেছেন তৃণমূল জিন্দাবাদ বলতে? বন্দেমাতরম, জয় হিন্দ, জয় বাংলা— বলুন। কিন্তু যারা মুখ থুবড়ে পড়েও শেখে না, মুখ্যমন্ত্রীকে অপমান করে, তাদের কী বলা হবে। ওরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঈশ্বরকে বা রামচন্দ্রকে দেখতে পেয়েছে। তাই জয় শ্রীরাম বলেছে। তাদের ধন্যবাদ জানাই।’‌

বাংলার মুখ খবর

Latest News

রবিবার বাংলায় বহু প্রতীক্ষিত মেগা ঝড়-বৃষ্টির দিন! সোম-শুক্র ভিজবে কোন জেলাগুলি? বিয়ের ৫ মাস পার, মাঝরাতে আদরে মাখামাখি! পিয়াকে ভুলে কাকে বুকে টানলেন পরমব্রত? নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবলের বিশাল লাফ RCB-র,কপাল পুড়ল GT, PBKS, MI সহ অনেকেরই '৭ জন ভারতীয় ও ১০ পাকিস্তানিকে’ নিয়ে তৈরি হল আস্ত ক্রিকেট দল, খেলবে T20 বিশ্বকাপ মুর্শিদাবাদে ২ ডজনেরও বেশি বোমা উদ্ধার, ভোটে হিংসার আশঙ্কা সিপিএমের জঙ্গিদের সঙ্গে বায়ুসেনার যোদ্ধাদের রুদ্ধশ্বাস গুলির লড়াই! শহিদ ১ যোদ্ধা, আহত ৪ ‘তাড়াতাড়ি যেন..’, বিয়ের আগেই উঠল বাচ্চার কথা! লজ্জায় লাল আদৃতের হবু বউ 'কম্পিউটারের বিরোধিতা' অতীত, AI দিয়ে বুদ্ধদেবের ভিডিয়ো বার্তা প্রচারে আনল সিপিএম IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB

Latest IPL News

নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.