বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CAG report: ৯ ফেব্রুয়ারি শুভেন্দুর নেতৃত্বে ‘রাজভবন চলো’ কর্মসূচি বিজেপির

CAG report: ৯ ফেব্রুয়ারি শুভেন্দুর নেতৃত্বে ‘রাজভবন চলো’ কর্মসূচি বিজেপির

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল (ছবি এএনআই) (Utpal Sarkar)

সোমবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে বিধায়কদের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসে বিজেপি পরিষদীয়ও দল।

বিধানসভায় মঙ্গলবার ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছিলেন শুভেন্দু অধিকারীরা। এবার ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্যপালের দারস্থ হবেন তাঁরা। আগামী ৯ ফেব্রুয়ারি বিধানসভা থেকে পদযাত্রা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবন পর্যন্ত যাবেন বিজেপি বিধায়করা। সেখানে রাজ্যপালকে ক্যাগের রিপোর্টে উল্লেখিত দুর্নীতি নিয়ে স্মারকলিপি দেবেন তাঁরা এবং তাঁকে এ নিয়ে পদক্ষেপ করার অনুরোধও জানাবেন বিজেপি বিধায়করা।

সোমবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে বিধায়কদের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসে বিজেপি পরিষদীয়ও দল। সেই বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বিধানসভার অন্দরে যেমন ক্যাগ রিপোর্ট নিয়ে সরব হবেন বিধায়করা, তেমনি পথে নেমে আন্দোলনও চলবে। ওই বৈঠকে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। এর পরই ৯ ফেব্রুয়ারি রাজভবনে যাওয়ার কর্মসূচি নেওয়া হয়।

পড়ুন। ক্যাগের রিপোর্ট নিয়ে হইচই বিধানসভায়, আলোচনার দাবি বিজেপির, খারিজ স্পিকারের

প্রসঙ্গত, ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চেয়ে মঙ্গলবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু শুনেই তা খারিজ করে দেন স্পিকার। এরপর কক্ষের মধ্যেই হইহট্টগোল শুরু করে দেন বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগন দিতে থাকেন। পরে বিধানসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা। বাইরেও পোস্টার-স্লোগন দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

তবে শাসকদল একে তেমন গুরুত্ব দিচ্ছে না। তাদের কথায়, ‘বিজেপি যতই প্রতিহিংসার রাজনীতি করুক মানুষের আস্থা তৃণমূল কংগ্রেসের উপরই আছে আগামী দিনে তা আবার প্রমাণিত হবে।’

পড়ুন। খরচে গরমিল, ক্যাগ রিপোর্ট নিয়ে হাইকোর্টে বিজেপি, ১৯ ফেব্রুয়ারির পর শুনানি

ক্যাগ রিপোর্ট নিয়ে কেন আলোচনা হল না বিধানসভায়

ক্যাগ রিপোর্ট নিয়ে তিনি আলোচনা করতে দেননি তা পরে সাংবাদিকদের কাছে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ক্যাগ রিপোর্ট এখানে জমা পড়েনি। তাই রুল ২৩৩-এ স্পষ্ট বলা হয়েছে রিপোর্ট জমা না পড়লে আলোচনার কোনও সুযোগ নেই। তাই আমি খারিজ করেছি।' তিনি জানিয়ে দেন, রিপোর্ট জমা না পড়লে তাঁর পক্ষে আলোচনার সুযোগ দেওয়া সম্ভব নয়।

আগামী ৮ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ। সেই দিন অধিবেশন কক্ষে উপস্থিত থেকে বাজটে শুনবেন বিজেপি বিধায়করা। বাজেট নিয়ে আলোচনায় অংশও নেবেন তাঁরা। তবে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা অধিবেশনে ফের চাইবেন বলে পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

তুঙ্গে যিশুর সঙ্গে বিচ্ছেদের চর্চা, তারই মাঝে নীলাঞ্জনা বললেন ‘আমি ভালো নই হয়ত…’ T20তে ৩০০ নয়! টেস্টে একদিনে ৪০০ করার টার্গেট গৌতির! চোখে সরষে ফুল দেখছে কিউয়িরা… সলমনের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় মুনাওয়ার ফারুকি!হুমকি পেলেন কমেডিয়ান ধোনির জন্য নয়! IPL-এ এমনিই ফিরেছে বাতিল আনক্যাপড প্লেয়ার রুল! বলছেন চেয়ারম্যান… বাড়িতে পেঁচার মূর্তি কোনদিকে রাখা শুভ? কোজাগরী লক্ষ্মীপুজোর আগে রইল বাস্তুটিপস 'অশান্তি ছড়াতে পারে', ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে কড়া নির্দেশ পুলিশের বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, 'মা'য়ের থেকে কী চাইলেন? শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের হাতে পর্যুদস্ত! জাদেজা-অশ্বিনে বাড়তি সতর্ক কিউয়িরা 'এখানে কেউ চকোলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছে না', কাকে খোঁচা ডঃ দেবাশিস হালদারের? সমকোণে 'মুখোমুখি' পুজো ও দ্রোহের কার্নিভাল, নেতাজি মূর্তিতে মিলবে উৎসব-প্রতিবাদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.