কলকাতা হাইকোর্টের স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। গ্রুপ–সি’তে নিয়োগে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সোমবার সেই মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলা গ্রহণযোগ্য নয়। এর ফলে স্বাভাবিকভাবেই স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ।
কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের প্যাডে গ্রুপ–সি নিয়োগের তালিকা ধরে বেআইনি নিয়োগের অভিযোগ তোলা হয়েছিল। এমনকী বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেটাকে ভুয়ো বলে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তাতে তিনি মানহানির নোটিশ পাঠিয়েছিলেন। এরপরে সংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ তোলা হয়, অপরূপা পোদ্দারের তালিকায় যারা ছিলেন তাদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে।
সোমবার মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা তাঁর পর্যবেক্ষণে জানান, এ ক্ষেত্রে মামলাকারী কোনওভাবে ক্ষতিগ্রস্ত হননি এবং বঞ্চনার শিকার হননি। তাই এই মামলা গ্রহণযোগ্য নয়। তবে আবেদনকারী চাইলে এক্ষেত্রে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করতে পারেন বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি।
আইনজীবী দাবি করেছিলেন, গ্রুপ–সি দুর্নীতি মামলায় অপরূপার প্রত্যক্ষ যোগ রয়েছে। নিয়োগের সময় তাঁর লেটার হেডে অযোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এই অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানান আইনজীবী।
প্রসঙ্গত, এই অভিযোগ আগেই খারিজ করেছিলেন অপরূপা পোদ্দার। তিনি দাবি করেছিলেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। বিজেপির বিরুদ্ধে তিনি মিথ্যে অভিযোগ করার দাবি জানান এর পরেই তরুণজ্যোতি তিওয়ারি এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন অপরূপা পোদ্দার। এদিন কলকাতা হাইকোর্ট মামলাটি গ্রহণ না করায় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup