বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > DNA পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত অমৃতাভদের ওপর চলবে পুলিশি নজরদারি

DNA পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত অমৃতাভদের ওপর চলবে পুলিশি নজরদারি

অভিযুক্ত অমৃতাভ চৌধুরী।

আদালতের নির্দেশে এই ঘটনায় অমৃতাভ চৌধুরীর বাবা মিহির চৌধুরীর রক্তের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছেন গোয়েন্দারা। সঙ্গে চলছে জিজ্ঞাসাবাদ।

জ্ঞানেশ্বরী প্রতারণা কাণ্ডে অভিযুক্ত অমৃতাভ চৌধুরীর গোটা পরিবারকে নজরদারিতে রাখার পরিকল্পনা করছে সিবিআই। গোয়েন্দাদের অনুমান যে ভাবে প্রতারণা হয়েছে তাতে গোয়েন্দাদের নজর এড়িয়ে আত্মগোপন করতে পারেন পরিবারের সদস্যরা। তাই কলকাতা পুলিশের তত্ত্বাবধানে অমৃতাভ চৌধুরীর গোটা পরিবারের ওপর নজরদারির ব্যবস্থা করছেন গোয়েন্দারা। ডিএনএ পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত এই নজরদারি চলবে বলে জানা গিয়েছে।

আদালতের নির্দেশে এই ঘটনায় অমৃতাভ চৌধুরীর বাবা মিহির চৌধুরীর রক্তের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছেন গোয়েন্দারা। সঙ্গে চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ক্যারিওটাইপিংয়ের রিপোর্ট আসতে অন্তত দেড় মাস সময় লাগবে। ততদিনের জন্য অমৃতাভদের বাড়ির সামনে বসতে পারে পুলিশি পাহারা। জোড়াবাগান থানার সঙ্গে কথা বলে যাবতীয় ব্যবস্থা করতে চলেছে সিবিআই। কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গেও কথা বলছেন তাঁরা।

অমৃতাভ ও তাঁর বাবা মিহির চৌধুরী ছাড়াও মিহিরবাবুর স্ত্রী অর্চনাদেবীও প্রতারণার বিষয়টি জানতেন বলে অনুমান গোয়েন্দাদের। তদন্তকারীদের দাবি, মিহির ও অমৃতাভর বক্তব্যে অসংলগ্নতা ধরা পড়েছে। তাঁদের ফের জেরা করা হতে পারে।

 

বন্ধ করুন