গ্রেফতারির ২ মাসের মধ্যে ভুয়ো CBI আইনজীবীর বিরুদ্ধে চার্জশিট পেশ পুলিশের
1 মিনিটে পড়ুন . Updated: 29 Aug 2021, 05:56 PM IST- ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৭০, ৪১৯, ৪২০, ২৬৭, ৪৬৮ ও ৪৭১ মোট সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
সিবিআইয়ের ভুয়ো আইনজীবী ধরা পড়ার দু’মাসের মধ্যেই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শুক্রবার ঘটনার মূল অভিযুক্ত সনাতন রায়চৌধুরী-সহ মোট তিন জনের বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট জমা দেয় গড়িয়াহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৭০, ৪১৯, ৪২০, ২৬৭, ৪৬৮ ও ৪৭১ মোট সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই চার্জশিটে ঘটনার মূল অভিযুক্ত সনাতন রায়চৌধুরী ছাড়াও কঙ্কাবতী ঘোষ ও অমরনাথ মেহতার নামও রয়েছে।
প্রসঙ্গত, গত জুন মাসের শেষ সপ্তাহে ভুয়ো আইপিএস কাণ্ডের রেশ কাটতে না কাটতেই খবরের শিরোনামে উঠে এসেছিল সিবিআইয়ের ভুয়ো কাউন্সিল পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। এই ঘটনার মূল অভিযুক্ত সনাতন রায়চৌধুরীকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবারই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনের বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট পেশ করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। সেই চার্জশিটে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ। এবার ভুয়ো কাউন্সিল কাণ্ডে দু’মাস অতিক্রম হওয়ার আগেই আলিপুর আদালতে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ।