ভবানীপুরে ব্যবসায়ীর বাড়িতে ভুয়ো সিবিআই আধিকারিক সেজে লুটপাটের ঘটনায় এবার কলকাতা পুলিশের এক কনস্টেবলের নাম জড়াল। এই ঘটনায় ওই কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই কনস্টেবলই ব্যবসায়ীর বাড়িতে ভুয়ো সিবিআই হানার মূল পান্ডা ছিলেন। গোটা পরিকল্পনাটাই ছিল ওই কনস্টেবলের।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ভবানীপুরের ব্যবসায়ী সুরেশ ওয়াধওয়ার ফ্ল্যাটে ভুয়ো সিবিআই অফিসার সেজে হানা দিয়ে নগদ ৩০ লক্ষ টাকা এবং বেশ কয়েক লক্ষ টাকার গয়না লুট করা হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রের খবর, সিবিআই অফিসার পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর ১/৬ রূপচাঁদ মুর্খাজি লেনের আবাসনে হানা দিয়েছিল প্রতারকরা। পুলিশ জানতে পারে, দুষ্কৃতীরা অভিযান চালানোর জন্য তিনটি গাড়ি ভাড়া নিয়েছিল। তাদের মধ্যে একজন প্রায়ই ভবানীপুর এলাকায় যাতায়াত করত। আগামী ১০ ফেব্রুয়ারি সুরেশ ওয়াধওয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেই জন্য ওই বাড়িতে এত পরিমাণ নগদ টাকা এবং গয়না রাখা ছিল। তারপরেই ভুয়ো সিবিআই অফিসার সেজে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা।
এক সিনিয়র অফিসারের মতে, ধৃত কনস্টেবল কলকাতা পুলিশের বিশেষ শাখার সঙ্গে যুক্ত ছিলেন। ভুয়ো সিবিআই অফিসার সেজে লুটপাট চালানোর জন্য তিনি ১২ জনকে প্রশিক্ষণ দিয়েছিলেন। লুটের পুরো পরিকল্পনাকাই ছিল তার। এই ঘটনায় মূল পান্ডাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল পুলিশ। অবশেষে তাকে উত্তর ২৪ পরগনা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup