গৌতম আদানি। নামকরা শিল্পপতি। পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি। আর সেই বৈঠক শেষ করে তিনি যে টুইট করেছেন তা এককথায় তাৎপর্যপূর্ণ। তিনি টুইট করে লিখেছেন, রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আনন্দিত। বিভিন্ন বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের বিপুল সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। ২০২২ এর এপ্রিল মাসে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নেওয়ার দিকে তাকিয়ে রয়েছি। লিখেছেন তিনি। আর এভাবেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা শেষ করে উচ্ছাস চাপা রাখেননি তিনি।
আগামী এপ্রিলেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত হবে সরকারি উদ্যোগে। সেই সম্মেলনকে সফল করার পাশাপাশি বিনিয়োগ টানতে একেবারে জোরকদমে নেমে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এদিকে বিগতদিনে বাণিজ্য সম্মেলনের মাধ্যমে কত বিনিয়োগ এসেছিল তা নিয়ে ইতিমধ্যে জানতে চেয়ে টুইট করেছেন রাজ্যপাল। এনিয়ে সংঘাত ও পত্রযুদ্ধও চলেছে পুরোদমে। সেক্ষেত্রে এবার মুখ্যমন্ত্রী কতটা বিনিয়োগ আনতে পারেন তা নিয়ে স্বাভাবিকভাবেই নজর রয়েছে বিরোধীদের। তবে যে আদানি গোষ্ঠীর সঙ্গে মোদীর ঘনিষ্ঠতার অভিযোগ বার বারই তোলেন বিরোধীরা, সেই আদানি গ্রুপের চেয়ারম্যান খোদ গৌতম আদানি দেখা করলেন মমতার সঙ্গে। শুধু দেখাই করলেন না, পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথাও জানালেন তিনি।