বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মুখ্যমন্ত্রীর নিরপত্তায় কি ত্রুটি ছিল?‌ রাজীব কুমারের ভর্ৎসনা বর্ধমানের পুলিশ সুপারকে

মুখ্যমন্ত্রীর নিরপত্তায় কি ত্রুটি ছিল?‌ রাজীব কুমারের ভর্ৎসনা বর্ধমানের পুলিশ সুপারকে

ডিজি রাজীব কুমার।

সামনে চলে আসা ওই গাড়ির গতিবেগ ছিল ২০০। আর অতর্কিত এই পরিস্থিতিতে পড়ে সজোরে ব্রেক কষতে বাধ্য হন মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। তাতে কপাল ঠুকে যায় মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আজকের বৈঠকে। কপালে চোট পান মুখ্যমন্ত্রী।

পূর্ব বর্ধমানে সভা সেরে ফেরার পথে মাথায় চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার সময় গলি দিয়ে বেরনোর পথে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে আসে একটি গাড়ি। তাও রুদ্ধশ্বাস গতিতে। মুখ্যমন্ত্রীর গাড়িরচালক সজোরে ব্রেক কষেন। তাতে কপাল ঠুকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কপালে চোট পান মুখ্যমন্ত্রী। এই দুর্ঘটনায় মরেও যেতে পারতেন। আজ, বৃহস্পতিবার এই ঘটনার প্রেক্ষিতেই সব জেলার পুলিশ সুপার ও একাধিক কমিশনারেটের পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ওই বৈঠকেই পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদ্বীপকে ভর্ৎসনা করেন ডিজি রাজীব কুমার।

এদিকে এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌আর একটু হলে পুরো মরেই যেতাম।’‌ বুধবার এই ঘটনার পরই প্রশ্ন উঠেছিল, নিরাপত্তায় কি গাফিলতি ছিল?‌ এদিন নবান্নের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়, নিরাপত্তায় গাফিলতি ছিল। আর তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে আজ বিশেষ বৈঠক ডাকলেন ডিজি রাজীব কুমার। আজ সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে রয়েছেন ডিরেক্টর অফ সিকিউরিটিও।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথায়, সামনে চলে আসা ওই গাড়ির গতিবেগ ছিল ২০০। আর অতর্কিত এই পরিস্থিতিতে পড়ে সজোরে ব্রেক কষতে বাধ্য হন মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। তাতে কপাল ঠুকে যায় মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আজকের বৈঠকে। পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‌এত ক্যাজুয়াল কেন?‌ সিরিয়াস হন। বড় ঘটনা ঘটে যেতে পারত। একজন ভিভিআইপি যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তায় অন্য একটি গাড়ি ঢুকে পড়ল। এটা গোটা বিষয়কে ক্যাজুয়ালি নেওয়ার ফল।’‌

আরও পড়ুন:‌ ‘‌বাংলায় জোট না হওয়ার কারণ অধীর চৌধুরী’‌, এবার বিস্ফোরক দাবি করলেন ডেরেক

এছাড়া কপালে চোট নিয়েই মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। সেখানে রাজ্যপাল তাঁকে জিজ্ঞাসা করেন, ‘কপালে আপনার কী হয়েছে?’ তখন তিনি গোটা বিষয়টি রাজ্যপালকে ব্রিফ করেন। আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী দুর্ঘটনার মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করতেই এবার ডিজি বৈঠক ডাকলেন। বৈঠকে রাজীব কুমারের নির্দেশ, কোনও ভিভিআইপি আসার আগে নিজেদের মধ্যে একপ্রস্ত আলোচনা করতে হবে। রুট ম্যাপ ঠিক করতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা আর যাতে না ঘটে তার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পাণ্ডেও ছিলেন বৈঠকে। বৈঠকে ছিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

UEFA Nations League: লেওয়ানডোস্কির পোল্যান্ডকে ৩-১ হারাল পর্তুগাল, জিতল স্পেন ‘‌কার্নিভাল বয়কট করে বার্তা দিন’‌, আহ্বান শুভেন্দুর ‘‌রাগ কেন?‌’‌ পাল্টা কুণাল আলিয়ার কেরিয়ারে সবচেয়ে খারাপ বক্স অফিস ওপেনিং ‘জিগরা’-র, কী কারণ হতে পারে? ভিডিয়ো: এ কেমন শট! সঞ্জু স্যামসনের এই ছক্কা দেখে অবাক হয়ে গেলেন রবি শাস্ত্রী এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, মাথা ফাটল রোগীর আত্মীয়ের অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি পুজো দেখে বাড়ি ফেরা হল না, পিছন থেকে সজোরে ধাক্কা বাসের, মৃত্যু মা-বাবা-মেয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.