আগামী ১৭ অক্টোবর রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অন্তত ১০০টির বেশি পুজো এই কার্নিভালে অংশ নেবে। একেবারে জমকালো আসর বসবে। প্রচুর মানুষ এই কার্নিভালের জন্য অপেক্ষা করে আছেন। সব মিলিয়ে ১৮ হাজার আসন থাকতে পারে এই কার্নিভালে।
তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ প্রথম প্রশ্ন মুখ্য়মন্ত্রী কি এবার কার্নিভালে থাকবেন? সূত্রের খবর, তিনি এবার গোটা রাজ্য জুড়ে প্রচুর পুজোর উদ্বোধন ভার্চুয়াল মাধ্য়মে করেছেন। এমনকী দেবীর চক্ষুদানও করেছেন তিনি ভার্চুয়াল মাধ্যমে। পুজোর আগে থেকেই তিনি ঘরবন্দি। কেবলমাত্র রোনাল্ডিনহো আসার পরে তিনি ঘর থেকে কয়েক পা বেরিয়ে দেখা করেছিলেন ফুটবল তারকার সঙ্গে। এরপর তিনি ফের ঘরে চলে যান।
বাংলার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন তাঁর পায়ের সংক্রমণের কথা। তবে এবার কার্নিভাল উপলক্ষ্যে বাংলার মুখ্য়মন্ত্রী রেড রোডে আসতে পারেন বলে খবর। সেকারণেই এবার বেশ অনেকটা জায়গা নিয়ে Ramp করা হচ্ছে। মনে করা হচ্ছে ওইভাবেই তিনি মঞ্চে আসতে পারেন। মূলত যাতে তাঁকে সিড়ি ভাঙতে না হয় সেকারণেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। তবে এবার অতিথিদের জন্য় যে মঞ্চ বরাদ্দ করা হচ্ছে তার উচ্চতা অনেকটাই কম করা হচ্ছে।
এবারের কার্নিভালে বিদেশি পর্যটকরাও থাকবেন। সেই সঙ্গেই কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এবার ইউনেস্কোর প্রতিনিধিরা এই কার্নিভালে উপস্থিত থাকতে পারেন। গোটা বিশ্বের কাছে কলকাতার দুর্গাপুজোকে তুলে ধরার এই উদ্যোগ। প্রায় ১৮ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে এবারের কার্নিভালে। মনে করা হচ্ছে রাজ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কার্নিভালে অংশ নেবেন। প্রতিটি পুজোর জন্য় ২ মিনিট করে বরাদ্দ থাকছে। নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্য়ায়ের নাচের অনুষ্ঠানের মাধ্যমে এই কার্নিভালের সূচনা করা হবে।