হাতে আর বেশি সময় নেই। দোল উৎসব আসতে আর ১০ দিন বাকি। ইতিমধ্যেই এই উৎসবে মেতে উঠতে নানা পরিকল্পনা ছকে ফেলেছেন পর্যটকরা। শুধু দরকার দোল উপলক্ষ্যে বিশেষ ট্রেন। এবার সেটারও ব্যবস্থা করল পূর্ব রেল। দোল উৎসবকে মাথায় রেখে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। দোল উৎসব পড়েছে সোমবার। তার আগে শনিবার এবং রবিবার ছুটি। তাই তিনদিন কোথাও থেকে ঘুরে আসার বিষয়ে পরিকল্পনা করেছেন অনেকেই। এবার অন্যত্র দোল উৎসব কাটাতে চান বহু পর্যটক বলে সূত্রের খবর।
এদিকে দোল বা হোলি উৎসবে ৬টি বিশেষ ট্রেন চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তার ফলে বাড়তি ১৬ হাজার যাত্রী রেলে সফর করতে পারবেন বলে হিসাব ছকে বোঝা গিয়েছে। ট্রেনগুলি চলবে— শিয়ালদা–গোরক্ষপুর, শিয়ালদা–গয়া, শিয়ালদা–পুরী, কলকাতা–জয়নগর, মালদা–আনন্দবিহার, মালদা–বালসাদের মধ্যে। এছাড়া হাওড়া থেকে রাজস্থানের বারমে যাওয়ার ট্রেন, আসানসোল–নিউ জলপাইগুড়ি, মালদা টাউন–উড়না, হাওড়া–ইন্দোরগামী দোলের স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সুতরাং বহু পর্যটক চাইলেই ভিন রাজ্যে গিয়েও দোল উৎসবে মেতে উঠতে পারবেন।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে এবার নিয়ে আসা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, বাংলায় পড়তে হবে শ্রীজাতর কবিতা
অন্যদিকে শিয়ালদা থেকে গোরক্ষপুর যাওয়ার ট্রেন ২২ মার্চ সন্ধ্যায় ছাড়বে। ওই স্টেশন থেকে গয়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে ২৪ মার্চ রাতে। একই স্টেশন থেকে আবার পুরীর ট্রেন ছাড়বে ২৮ মার্চ রাতে। তারপর কলকাতা থেকে জয়নগর যাওয়ার ট্রেন ছাড়বে ২২ মার্চ রাতে। ২৫ মার্চ যেদিন দোল উৎসব সেদিন সকালে মালদা থেকে ট্রেন ছাড়বে আনন্দ বিহার যাওয়ার। আর মালদা থেকে বালসাদের ট্রেনটি ছাড়বে ২৪ এবং ৩১ মার্চ সকালে। হাওড়া–বারমের হোলি স্পেশাল ট্রেনের থামবে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান স্টেশনে। ২১ তারিখ হাওড়া থেকে ছাড়বে দুপুরে। নিউ জলপাইগুড়ি–আসানসোল হোলি স্পেশাল ট্রেন স্টপেজ দেবে জশিডি, মধুপুর, চিত্তরঞ্জনে। ২২ তারিখ এই ট্রেন জলপাইগুড়ি থেকে ছাড়বে। আর ২৩ মার্চ আসানসোল থেকে ছাড়বে।
এছাড়া আগামী ২৫ মার্চ গোটা দেশজুড়ে দোল উৎসব পালিত হবে। রঙের উৎসবে মেতে উঠবেন মানুষজন। বাংলা এবং বাঙালির কাছে এটা বিশেষ দিন। দোকানে ইতিমধ্যেই দেখা যেতে শুরু করেছে নানা রঙের আবির। আনন্দের সেই উৎসবকে কাজে লাগাতে চেয়েছে পূর্ব রেল। তাই যাত্রী পরিষেবায় বাড়তি ট্রেন চালাবে ভারতীয় রেল। যাতে সফর করতে পারেন অসংখ্য মানুষ। তবে হাওড়া থেকে বারাণসী যাওয়ার হোলি স্পেশাল ট্রেনও থাকছে। উড়না–মালদা হোলি স্পেশাল ট্রেন থামবে আভাইপুর, জামালপুর, সুলতানগঞ্জ, ভাগলপুর, সাহিবগঞ্জ এবং নিউ ফরাক্কা স্টেশনে।